সাত সকালে বেশ কয়েকটি শাবক সহ ৪৫ টি হাতির একটি দল ঢুকে পড়লো বাঁকুড়ার জঙ্গলে।
বনদপ্তর সূত্রে খবর, শনিবার রাতে বাঁকাদহ হয়ে ঐ হাতির দলটি পাঞ্চেত ডিভিশন এলাকায় ঢুকে পড়ে। দায়িত্বপ্রাপ্ত বনকর্মীরা রাতেই হাতির দলটিকে দ্বারকেশ্বর নদী পের করে দেন।
সর্বশেষ পাওয়া খবরে হাতির দলটি এই মুহূর্তে পাত্রসায়র এলাকায় রয়েছে। বনবিভাগ পুরো বিষয়টি নজরে রেখেছেন। ক্ষয়ক্ষতির খবর নেই।