সাতসকালেই গজরাজের আবির্ভাব সোনামুখী জঙ্গল থেকে জয়পুর জঙ্গলে ড্রাইভ করা হলো চল্লিশটি হাতির একটি দল । চারটি সদ্যজাত বাচ্চা সহ বাঁকুড়ার বড়জোড়া থেকে সোনামুখীর জঙ্গল পেরিয়ে জয়পুর জঙ্গলে প্রবেশ করেছে।
বিগত কয়েক বছর ধরে হাতির সমস্যায় জর্জরিত বাঁকুড়াবাসী । জেলার মেজিয়া, গঙ্গাজলঘাটি, বড়জোড়া, সোনামুখী, ইন্দাস, জয়পুর সহ একাধিক ব্লক সমস্যায় জর্জরিত ।
https://www.facebook.com/230205334351193/videos/2743391699249427
গত কয়েকদিন ধরেই বড়জোড়া ও সোনামুখী ব্লকের বিভিন্ন জঙ্গলে ঘাঁটি গেড়ে ছিল প্রায় ৩৮ থেকে ৪০ টি হাতির দল । সেই হাতির উৎপাত রুখতে কালঘাম ছুটে ছিল বনদপ্তরের । অবশেষে সে হাতির দলকে জয়পুর জঙ্গলে ঢোকানোর চেষ্টা চালালো জয়পুর বন রেঞ্জের বন কর্মীরা।
গতকাল রাত থেকে সোনামুখী জঙ্গল থেকে হাতির এই দলটিকে জয়পুর জঙ্গলে ঢোকানো হয় ।
আজ সকালে জয়পুর থেকে 64 নম্বর রাজ্য সড়কের উপর দিয়ে হাতি গুলিকে ড্রাইভ করে নিয়ে যাওয়া হয় জয়পুর জঙ্গলের কেশিরবাঁধ এলাকায় ।