বিষ্ণুপুরের বাসুদেবপুর জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে নটি হাতির একটি দল দুশ্চিন্তায় সাধারণ মানুষ I একেতে করোনাময় পরিস্থিতি আতঙ্কে সাধারণ মানুষ তার ওপর হাতির উপদ্রব যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিষ্ণুপুর রেঞ্জের বাসুদেব পুর খড়িকাশুলি মরার সহ বিস্তীর্ণ এলাকায় গ্রামবাসীদের ফের বাসুদেবপুর জঙ্গলে অবস্থান করছে নটি হাতের একটি দল রীতিমতো আতঙ্কে ঘুম ছুটেছে এলাকার মানুষদের
হাতির আতঙ্ক ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Montag, 31. August 2020
বিষ্ণুপুর রয়েছে এই সমস্ত এলাকা গুলি চাষী প্রধান এরিয়া | সবেমাত্র চাষিরা আমন ধান রোপন করেছে কোন কারণে হাতি যদি ওই ধান জমিতে প্রবেশ করে তবে সমস্ত ধান নষ্ট করে দেবে ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে চাষীদের যদিও বিষ্ণুপুর রেল সতর্ক রয়েছে যাতে করে হাতে গুলি লোকালয়ে বা চাষের জমিতে প্রবেশ করতে না পারে I