এক দীর্ঘ মিছিল ,তবে মানুষের নয় বুনো হাতির মিছিল। বুনো হাতির মিছিলে এক ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ রাজ্য সড়ক । ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে আলিপুরদুয়ার জেলার শামুকতলা থেকে হাঁতিপোতা রাজ্যসড়কে কার্তিকা এলাকায়।
এদিন বিকেলে বক্সা জঙ্গল থেকে শাবক সহ প্রায় ২৫ টি হাতির দল রাজ্য সড়কে চলে আসে এবং হাতির দলটি এক ঘণ্টা ধরে জাতীয় সড়কে ঘোরাঘুরি করে ।
https://www.facebook.com/230205334351193/videos/134648141455579
এর ফলে শামুকতলা থেকে হাঁতিপোতা রাজ্যসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপাশে প্রচুর মানুষ আটকে পড়ে । অনেক উৎসাহী মানুষ ফোটো তোলা শুরু করে । তারপর ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা পৌছায় ।
প্রায় ঘন্টাখানেক রাজ্য সড়কে ঘোরাঘুরি করার পর হাতির দলটি নিজেই জঙ্গলে প্রবেশ করে ,যান চলাচল স্বাভাবিক হয় ।