হাতির অবস্থান
তাং-০২.১০.২০২০
বড়জোড়া রেঞ্জে খাঁড়ারী মৌজায়-৩৬-৩৮, বেলিয়াতোর রেঞ্জে লাদুনিয়া-২,বাঁকুড়া উত্তর রেঞ্জে বারমেসিয়া-২, সোনামুখী রেঞ্জে করঞ্জমনি খয়রাশোল-১।
এই সমস্ত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।
বিভাগীয় বনাধিকারীক, বাঁকুড়া (উত্তর) বনবিভাগ।