বাঁকুড়া গঙ্গাজলঘাটি থানা এলাকার বাকাদহ ও জামগাড়ি গ্রামে হাতির হানায় ভেঙ্গে পড়েছে মোট পনেরোটি কাঁচা বাড়ির দেওয়াল ও বেশ কয়েকটি দোকানঘর। আজ ভোরে দুটি দলছুট দাঁতাল হাতি ওই গ্রাম দুটিতে ঢুকে তাণ্ডব চালায়।
দোকান ঘরের সাটার ভেঙ্গে দোকান জিনিষ লন্ডভন্ড করে দেয় । গ্রামের এক বাসিন্দার বাড়িতে ঢুকে প্রথমে কাঁচা বাড়িতে হামলা চালায় তারপর বাড়ির বাগানের কলা গাছ গুলি নষ্ট করে ।
গজরাজের তান্ডব ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Dienstag, 25. August 2020
এই ঘটনায় গোটা গ্রাম জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনাস্থলে বনদপ্তরের আধিকারিকরা পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছেন। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে বনদপ্তর।