বিশ্বকাপে ওনার মতো পেনাল্টি সেভার আর হয়তো কেউ নেই। পেনাল্টিতে ম্যাচ গড়িয়েছে মানেই তিনি শট সেভ করবেন! এটাই যেন অলিখিত ভাবে নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। আর ফাইনালেও ঠিক সেটাই হল।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক তিনিই। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এখন তাঁর দেশের মানুষের কাছে হিরো হয়ে উঠেছেন।কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে জিতিয়েছিলেন তিনি। এইবারেও বিশ্বকাপ ফাইনালেও সেই তিনিই মাথা ঠান্ডা রেখে দলকে জেতালেন।
এস্টন ভিলার- এই গোলকিপারকে সবাই বাজপাখি বলে ডাকছে।বিশ্বকাপের ফাইনালে একটি সেভ হয়ে গেছে। মার্টিনেজ বলে গেলেন, ‘আমি পেনাল্টির সময় মাথা ঠান্ডা রেখেছিলাম। ওরা ম্যাচে ৩টি শটে গোল করেছে। কিন্তু তারপরেও আমি নিজেকে ঠান্ডা রেখেছিলাম। এটা জানতাম যে, শান্ত থাকতে পারলে ঠিক সেভ দিয়ে দেব।
ম্যাচ শেষে মার্টিনেজ বলে গেলেন, ‘আমি খুবই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। অনেক কম বয়সেই ইংল্যান্ডে চলে যাই। এই জয় আমি পরিবারকে উত্সর্গ করতে চাই। পুরো পেনাল্টির শুটআউটে আমি শান্ত থাকার চেষ্টা করেছি। এটাই আমার স্ট্র্যাটেজি ছিল।’ উল্লেখ্য আছে, ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে আর্জেন্টিনা জিতেছে ৪-২ টি গোলে।