ভাবেননি যে, সত্যি সত্যি অত রাতে তাঁর বাড়িতে চলে আসবে পুলিশের দল। আদতে যুবকের করা এই অভিযোগ মিথ্যা। গোটা ঘটনা জানার পর ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নোয়াখালি সদর উপজেলায়।পুলিশের সঙ্গে কি না ইয়ার্কি! মজা করতে গিয়ে গারদে ঢুকতে হল এক যুবককে। স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে— রাতবিরেতে ফোন করে পুলিশকে এমনটাই অভিযোগ করেন ওই যুবক।
বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’-র খবর, গত শুক্রবার রাত দেড়টা নাগাদ দেশের জরুরি পরিষেবার নম্বরে ফোন করেন এক যুবক। ফোনে পুলিশকে ওই যুবক জানান যে, তাঁর স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই যুবকের বাড়িতে রওনা দেয় পুলিশের একটি দল।
সেখানে গিয়ে পুলিশ দেখে যে, এ ধরনের কোনও ঘটনাই ঘটেনি।তিনি জানান যে, মজা করতেই অত রাতে পুলিশকে ফোন করে ওই মিথ্যা কথা বসেছিলেন। যুবক এ-ও জানান যে, সত্যি সত্যি যে অত রাতে তাঁর বাড়িতে পুলিশ আসবে, তা তিনি ভাবেননি। তার পরই তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে।তবে আদৌ তাঁর স্ত্রী রয়েছেন কি না, সে বিষয়ে জানা যায়নি।