প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের সহকারী মোহর সেনকে (Mohor Sen) বিয়ে করলেন গায়ক। গোটা বিয়েতেই উপস্থিত ছিলেন প্রসেনজিত্, নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছেন তিনি মোহর-দুর্নিবারের।এক বছর প্রেম পর্বের পরে দ্বিতীয়বারের জন্য বিয়ে করলেন দুর্নিবার সাহা।প্রথমে ধূমধাম করে দীর্ঘদিনের প্রেমিকা মীনাক্ষিকে বিয়ে করেছিলেন দুর্নিবার। সে বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই শোনা যায়, সম্পর্কে ভাঙন ধরেছে এই গান-দম্পতির। দুর্নিবার জড়িয়েছেন নতুন সম্পর্কে। সে সম্পর্ক নিয়ে অবশ্য কোনও দিনই খুব একটা রাখঢাক করেননি দুর্নিবার বা মোহর। শেষমেশ হইহই করে বিয়ে করে নিলেন তাঁরা।
বিয়েতে মোহর পরেছিলেন ট্র্যাডিশনাল লাল বেনারসী। সঙ্গে সোনার গয়না। দুর্নিবারের পরনে ছিল লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবি। নিমন্ত্রিতদের তালিকা ছিল সুদীর্ঘ। গোটা ইন্ডাস্ট্রিকেই প্রায় দেখা যায় মধ্য কলকাতায় আয়োজিত এই বিয়েতে আসতে। মেনুতে ছিল মালাই কবাব, মাছের হরেক রকম পদ, পনির, মাটন কষা সঙ্গে নানা রকমের মিষ্টি।
এদিন অতিথি আপ্যায়ন থেকে বিয়ের রীতিনীতির খুঁটিনাটি- সবেতেই নজরে রাখছিলেন প্রসেনজিত্ নিজে। কারণ মোহর তাঁর সহকারী। আর তিনি তাঁর টিমের প্রত্যেককেই তিনি নিজের পরিবারের সদস্য বলে মনে করেন। তাই এদিন মোহরের পিঁড়িও ধরতে দেখা যায় প্রসেনজিত্কে। ছিলেন তাঁর ছেলে তৃষাণজিত্ও।