Home দুর্নিবার বিয়ে সারলেন দুর্নিবার-মোহরে!মধ্য কলকাতার হোটেলে চাঁদের হাট।

বিয়ে সারলেন দুর্নিবার-মোহরে!মধ্য কলকাতার হোটেলে চাঁদের হাট।

প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়ের সহকারী মোহর সেনকে (Mohor Sen) বিয়ে করলেন গায়ক। গোটা বিয়েতেই উপস্থিত ছিলেন প্রসেনজিত্‍, নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছেন তিনি মোহর-দুর্নিবারের।এক বছর প্রেম পর্বের পরে দ্বিতীয়বারের জন্য বিয়ে করলেন দুর্নিবার সাহা।প্রথমে ধূমধাম করে দীর্ঘদিনের প্রেমিকা মীনাক্ষিকে বিয়ে করেছিলেন দুর্নিবার। সে বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই শোনা যায়, সম্পর্কে ভাঙন ধরেছে এই গান-দম্পতির। দুর্নিবার জড়িয়েছেন নতুন সম্পর্কে। সে সম্পর্ক নিয়ে অবশ্য কোনও দিনই খুব একটা রাখঢাক করেননি দুর্নিবার বা মোহর। শেষমেশ হইহই করে বিয়ে করে নিলেন তাঁরা।

বিয়েতে মোহর পরেছিলেন ট্র্যাডিশনাল লাল বেনারসী। সঙ্গে সোনার গয়না। দুর্নিবারের পরনে ছিল লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবি। নিমন্ত্রিতদের তালিকা ছিল সুদীর্ঘ। গোটা ইন্ডাস্ট্রিকেই প্রায় দেখা যায় মধ্য কলকাতায় আয়োজিত এই বিয়েতে আসতে। মেনুতে ছিল মালাই কবাব, মাছের হরেক রকম পদ, পনির, মাটন কষা সঙ্গে নানা রকমের মিষ্টি।

এদিন অতিথি আপ্যায়ন থেকে বিয়ের রীতিনীতির খুঁটিনাটি- সবেতেই নজরে রাখছিলেন প্রসেনজিত্‍ নিজে। কারণ মোহর তাঁর সহকারী। আর তিনি তাঁর টিমের প্রত্যেককেই তিনি নিজের পরিবারের সদস্য বলে মনে করেন। তাই এদিন মোহরের পিঁড়িও ধরতে দেখা যায় প্রসেনজিত্‍কে। ছিলেন তাঁর ছেলে তৃষাণজিত্‍ও।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments