Home ১ টাকা যৌতুকের ১১ লক্ষ টাকা ফিরিয়ে দিয়ে মাত্র ১ টাকা নিয়ে ,বাড়ি আনলেন...

যৌতুকের ১১ লক্ষ টাকা ফিরিয়ে দিয়ে মাত্র ১ টাকা নিয়ে ,বাড়ি আনলেন স্ত্রীকে ।

নিঃসন্দেহে এই ঘটনাকে সুন্দর বলা যায়। কিছুদিন আগে আমরা একটি প্রতিবেদনে আপনাদের জানিয়েছিলাম যে ,বিহারের একটি প্রত্যন্ত গ্রামে যৌতুকে গাড়ি না পেয়ে বিয়ের আসর থেকেই বরপক্ষের লোককে নিয়ে পালিয়ে ছিলেন হবু বর। তবে পৃথিবীটি গোল, এখানে যেমন যৌতুকে গাড়ি না পেয়ে পালিয়ে যাবার মতন বরপক্ষ বা বর আছে তেমনি অপরদিকে যৌতুক না নিয়ে শুধুমাত্র এক টাকার বিনিময়ে নিজের হবু স্ত্রীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিজের সংসারে নিয়ে গেলেন।কিছু কিছু ক্ষেত্রে নির্যাতনের জেরে প্রাণও হারাতে হয় ওই গৃহবধূদের।উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজাফফরনগর থেকে এবার একটি মন ভালো করা ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, সরকারি চাকুরিজীবী সে তিনি বিয়ের সময়ে কনের বাবা-মায়ের কাছ থেকে যৌতুক হিসেবে পাওয়া ১১ লক্ষ টাকাসহ সমস্ত গয়না ফেরত দিয়ে দেন। শুধু তাই নয়, তিনি মাত্র ১ টাকা গ্রহণ করে বিবাহ করেন।

বর্তমানে এই ঘটনাই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।ওই বরের নাম হল সৌরভ চৌহান।পেশাগতভাবে তিনি একজন রেভিনিউ অফিসার। অপরদিকে, কনের নাম হল প্রিন্সি। তিনি লাখান গ্রামের বাসিন্দা এবং তাঁর বাবা হলেন একজন অবসরপ্রাপ্ত সৈনিক। পাশাপাশি, প্রিন্সি ডাক্তারি পড়েছেন। গত শুক্রবার সন্ধ্যেতে বরযাত্রীরা লাখান গ্রামে পৌঁছন। এমতাবস্থায়, স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে প্রত্যেকেই সৌরভের এহেন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন।

পাশাপাশি, তিনি সমাজের সামনে এক বিরাট দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও মনে করেছেন তাঁরা।বরের এই মনোভাবকে কুর্ণিশ করেছেন কনের আত্মীয়রাও। তাঁরা বলেন, রক্ষণশীল সমাজ ও চিন্তাধারার সামনে সৌরভ একটি নজিরবিহীন কাজ করেছেন। পাশাপাশি, সমাজকে নতুন পথ দেখানোর কাজটি করেছেন তিনি।সেই ধারণাকে ভেঙে দিয়েই এক নজির স্থাপন করলেন সৌরভ।ইতিমধ্যেই এই ঘটনাটি সোশ্যাল মিডিয়াতেও সামনে এসেছে। যেটি জানার পর নেটিজেনরাও সৌরভকে কুর্ণিশ জানিয়েছেন।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments