এসিএন লাইফ নিউজ, ২৭ জুলাই : অগস্টের মধ্যেই শুরু হতে পারে শিশুদের করোনা টিকাকরণের কাজ । এদিন একথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর এমনটাই ।
মঙ্গলবার বিজেপি সংসদীয় কমিটির বৈঠকে তিনি বলেন, “আমি আশাপ্রকাশ করছি যে আগামী মাস থেকেই শিশুদের করোনা টিকাকরণ শুরু করতে পারব ।”
আপাতত ১৮ বছর বা তার ঊর্ধ্বের নাগরিকদের টিকা দেওয়া হচ্ছে । করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে শিশুদেরও টিকা প্রদান করার বিষয়ে কেন্দ্র পদক্ষেপ করছে বলে সূত্রের খবর ।
বিশেষজ্ঞদের আশঙ্কা, তৃতীয় ঢেউয়ে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে শিশুদের উপর । সেজন্য দীর্ঘদিন ধরেই দ্রুত শিশুদের টিকা দেওয়ার পক্ষে সওয়াল করে আসছেন বিশেষজ্ঞরা ।
এর আগে এইমসের অধিকর্তা রণদীপ গুলেরিয়া জানিয়েছিলেন, সেপ্টেম্বর নাগাদ শিশুদের জন্য টিকাকরণ চালু করা হবে । ভারত বায়োটেকের কোভ্যাকসিন শিশুদের টিকাকরণের ট্রায়াল শুরু করবে সেপ্টেম্বর নাগাদ ।
কোভ্যাক্সিন ছাড়াও সিরাম ইনস্টিটিউটে শিশুদের কোভিড-১৯ টিকা নোভাভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালও চলছে দেশে ।