এসিএন লাইফ নিউজ, ২৮ সেপ্টেম্বর : আগামী ২৪ ঘণ্টায় তা আরও শক্তিশালী হবে নিম্নচাপ । পশ্চিমবঙ্গ উপকূলের কাছে সরে এসেছে নিম্নচাপ । এর জেরে আজ ও কাল প্রবল বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের ।
এতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর উপকূলে শুরু হয়েছে বৃষ্টি । ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি ও ঝাড়গ্রামে । পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণাবর্তটির অবস্থান উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় । আজ তা রাজ্যের উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে । এর প্রভাবে আগামীকালও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত্সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সমুদ্র তীরবর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে । পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।
এই পরিস্থিতিতে উপকূল অঞ্চলে বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ প্রশাসন । দিঘা, মন্দিরমণি, তাজপুরে পর্যটক স্থানগুলি ফাঁকা করে দেওয়া হয়েছে । নিউ দিঘায় বিচে ঢোকার রাস্তা দড়ি দিয়ে আটকে দেওয়া হয়েছে । পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে উপকূলরক্ষী বাহিনীর জওয়ানদেরও ।