কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি এবং ভারী বৃষ্টির সাক্ষী থাকতে চলেছে মানুষ। তবে বজায় থাকবে গুমোট গরম। অপরদিকে, আজ থেকে উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস, আগামী ৪ তারিখ থেকে যার পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাবে।বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সূচনা উপলক্ষ্যে প্রতিটি মানুষের মনে আনন্দের জোয়ার।
গত দু’বছর করোনার কারণে উৎসবের রং খানিকটা ফিকে হলেও এ বছর ইতিমধ্যেই ফেস্টিভ মুড জারি হয়েছে। তবে আবার এর মাঝেই দেখা দিয়েছে ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে পরপর দুটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা মাঝে আগামীকাল তথা সপ্তমী থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য একাধিক জেলায় মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তবে সকাল থেকেই বজায় থাকবে অস্বস্তিকর গরম। আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পুরুলিয়ার মতো জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হবে।
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮৯%।অপরদিকে, এ বছর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে। বিগত কয়েকদিন প্রভাব খানিকটা কমলেও আজ থেকে পুনরায় একবার বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। নবমী তথা আগামী ৪ তারিখ থেকে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারের মত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।