যাদের ত্বক শুষ্ক, তারা নানা রকম ক্রিম, লোশন ব্যবহার করেন। কিন্তু অনেক সময় এগুলি মাখলেও তেমন ফল পাওয়া যায় না। তাই ঘরোয়া উপায়েই ত্বক ভাল রাখতে পারেন।শীতে ত্বকের ধরন পরিবর্তন হয়। অনেক বেশি শুষ্ক হয়ে পড়ে।
পাকা কলা ও ফ্রেশ ক্রিম বা দুধের সরপাকা কলা চটকে তাতে কয়েক চামচ ফ্রেশ ক্রিম ভাল করে মেশান, ফ্রেশ ক্রিমের পরিবর্তে দুধের সরও লাগাতে পারেন।মধু ও নারকেল তেল নারকেল তেলের সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগালে ত্বক খুব ভাল থাকবে। ৩০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন, এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে।
তবে অ্য়ালার্জি থাকলে নারকেল তেল না লাগানোই ভাল।অ্যালোভেরা জেল ও মধু অ্যালোভেরা জেলের সঙ্গে সম পরিমাণ মধু এবং আমন্ড অয়েল লাগান। ত্বকে পুষ্টি যোগাবে এবং ময়েশ্চারাইজ করবে।
পাকা কলা ও মধুকলা চটকে ২ টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগান, ২৫ মিনিট পর তা ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। কলা এবং মধু উভয়েরই ময়শ্চারাইজিং বৈশিষ্ট্য রয়েছে। তবে অ্য়ালার্জি থাকলে কলা ব্য়বহার করবেন না।