Home hilsa গরম ভাতে পাতে পড়বে ইলিশ, ডায়মন্ড হারবারে এল ৬,০০০ কেজি ইলিশ

গরম ভাতে পাতে পড়বে ইলিশ, ডায়মন্ড হারবারে এল ৬,০০০ কেজি ইলিশ

এসিএন নিউজ ডেক্স, ১৮ জুলাই : মেঘলা আকাশ। স্যাঁতস্যাঁতে আবহাওয়া। ঠান্ডা পুবালি বাতাসের সঙ্গে কাঁপন ধরনো ইলশেগুঁড়ি বৃষ্টি ! সঙ্গে ভাতের পাশে গরম গরম ইলিশ । উফফ মনে পড়েলই জিভ জলে ভরে যায় বাঙালির ।

 

 

 

 

রাজ্যে বর্ষা এসেছে আগেই । মাঝেমধ্যে দু এক পশলা বৃষ্টি অথবা টানা বর্ষণেরও দেখা পেয়েছে রাজ্যবাসী । তাতে মন ভরলেও পাতে কিন্তু ইলেশের দেখা মেলেনি । অবশেষে শ্রাবণের শুরুতে দেখা মিলল ইলিশের । গতকাল ডায়মন্ড হারবারে এসে পৌঁছেছে ৬,০০০ কেজি ইলিশ মাছ ।

 

 

 

 

 

মাছ ব্যবসায়ীরা জানান, গতকাল ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে ১০-১২ ট্রলারে করে ইলি এসেছে । প্রতিটি ট্রলারে প্রায় ৪০০-৫০০ কেজি ইলিশ উঠেছে । সেই ইলিশ সস্তায় কিনছেন রাজ্যের মাছ ব্যবসায়ীরা । ৬০০ গ্রাম ওজনের মাছ পাইকারিতে বিক্রি করছে তারা ৩০০ – ৪০০ টাকায় । ১ কেজি ওজনের মাছ বিক্রি করছেন ৮০০ – ৯০০ টাকায় ।

 

 

 

 

 

বর্ষাকাল হলেও বঙ্গোপসাগরের ইলিশের প্রায় দেখা ছিল না বললেই চলে । যেটুকু ইলিশ বাজারে আসছিল, তার দাম ছিল আকাশ ছোঁয়া । এবার সেই দুঃখ মিটতে চলেছে ইলিশ প্রিয় বাঙালির ।

 

 

 

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments