এসিএন নিউজ ডেক্স, ১৮ জুলাই : মেঘলা আকাশ। স্যাঁতস্যাঁতে আবহাওয়া। ঠান্ডা পুবালি বাতাসের সঙ্গে কাঁপন ধরনো ইলশেগুঁড়ি বৃষ্টি ! সঙ্গে ভাতের পাশে গরম গরম ইলিশ । উফফ মনে পড়েলই জিভ জলে ভরে যায় বাঙালির ।
রাজ্যে বর্ষা এসেছে আগেই । মাঝেমধ্যে দু এক পশলা বৃষ্টি অথবা টানা বর্ষণেরও দেখা পেয়েছে রাজ্যবাসী । তাতে মন ভরলেও পাতে কিন্তু ইলেশের দেখা মেলেনি । অবশেষে শ্রাবণের শুরুতে দেখা মিলল ইলিশের । গতকাল ডায়মন্ড হারবারে এসে পৌঁছেছে ৬,০০০ কেজি ইলিশ মাছ ।
মাছ ব্যবসায়ীরা জানান, গতকাল ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে ১০-১২ ট্রলারে করে ইলি এসেছে । প্রতিটি ট্রলারে প্রায় ৪০০-৫০০ কেজি ইলিশ উঠেছে । সেই ইলিশ সস্তায় কিনছেন রাজ্যের মাছ ব্যবসায়ীরা । ৬০০ গ্রাম ওজনের মাছ পাইকারিতে বিক্রি করছে তারা ৩০০ – ৪০০ টাকায় । ১ কেজি ওজনের মাছ বিক্রি করছেন ৮০০ – ৯০০ টাকায় ।
বর্ষাকাল হলেও বঙ্গোপসাগরের ইলিশের প্রায় দেখা ছিল না বললেই চলে । যেটুকু ইলিশ বাজারে আসছিল, তার দাম ছিল আকাশ ছোঁয়া । এবার সেই দুঃখ মিটতে চলেছে ইলিশ প্রিয় বাঙালির ।