বারুইপুর পৌরসভার উপপ্রধান, শ্রী গৌতম দাসের তত্ত্বাবধানে বারুইপুরে চতুর্থ বর্ষ ইলিশ উৎসব পালিত হল। পদ্মপুকুর ইয়ুথ ক্লাব এর পরিচানায় কর্মসূচিটি পরিপূর্ণতা পায় । অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিধান সবার অধ্যক্ষ বিমান ব্যানার্জি ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক , শ্রীমতি শশী পাঁজা (শিশু ও নারী কল্যাণ মন্ত্রী ), শ্রী অখিল গিরি (মৎস্যমন্ত্রী ),শ্রী রাজ চক্রবর্তী (বিধায়ক )ও জুন মালিয়া (বিধায়িকা), । ১৫ রকম পদ নিয়ে এই ইলিশ উৎসব পালিত হয়।
শুধু তাই নয় এখানে ইলিশ মাছের বিভিন্ন পদ ক্রয় করা হয় ,বসে খাওয়া ও কাঁচা ইলিশ মাছ কেনার ব্যবস্থা ছিল। বারুইপুর সোনার তরী কমপ্লেক্সে অনুষ্ঠানটি পালিত হয়ে । এদিন প্রচুর লোকের সমাগম, হয়েছিল।