Home খবর বাসের আদলে স্কুল হুগলির ধনিয়াখালিতে

বাসের আদলে স্কুল হুগলির ধনিয়াখালিতে

হুগলি, ২৫ অগাস্ট : করোনা আবহে যখন শিশুরা ঘরবন্দি তখন স্কুলে মিলবে বাসে চড়ার আনন্দ । শিশুদের স্কুলমুখী করে তুলতে হুগলি ধনিয়াখালির দশঘড়া দু’নম্বর পঞ্চায়েত এলাকায় বাসের আদলে তৈরি করা হয়েছে একটি অঙ্গনারী স্কুল ।

 

 

 

 

 

 

 

 

ধা চকচকে বাস । দরজা খুলে বাসের সিড়ি দিয়ে ঢুকতেই অবাক কান্ড । দেখে মনে হচ্ছে আস্ত একটা স্কুল । দেওয়ালের নানা রঙের ফল ফুল । একে চন্দ্র থেকে শুরু করে অ, আ, ক, খ, সহ মনীষীদের ছবি, বর্ণপরিচয় এবং অংকের নানান কিছু রয়েছে বাসের স্কুলে । জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি হয়েছে এই বাস স্কুল । খুশি এলাকার বাসিন্দারা ।

 

 

 

 

 

 

 

স্কুলের দিদিমণি জানান, স্কুল কমপ্লিট হওয়ার পর থেকেই করোনার প্রকোপ শুরু হয়েছে । লকডাউন থাকায় স্কুল বন্ধ আছে । বেশ কিছুদিন পর সোলার সিস্টেম হবে । কিছু কাজ লকডাউনের জন্য স্যাংস্যেন হয়ে পড়ে আছে । খুব বেশি দশ দিন টাইম লাগবে কাজ শুরু করতে । স্কুল শুরু হওয়ার আগেই সমস্ত কাজ মিটে যাবে । চিলড্রেন পার্ক এবং এ বছরও আরো একটা স্কুল হবে জেটি রেল ইঞ্জিনের আদলে হবে বলে জানান ওই দিদিমণি ।

 

 

 

 

 

 

দশঘড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কামারডাঙ্গা গ্রামে দুই-একদিনের মধ্যেই কাজ শুরু হবে বলে জানান স্কুল কর্তৃপক্ষ । তাঁরা জানান, স্কুল তৈরি হওয়াতে ছাত্র ছাত্রী এবং গার্জেন দের উদ্দীপনা অনেকটাই বেশি । অন্য স্কুল থেকে ছাত্র-ছাত্রী এসে এই বাস স্কুলে ভর্তি হচ্ছে । আগে এই স্কুলে ২০ জন ছাত্র-ছাত্রী ছিল । বর্তমানে সেখানে প্রায় ৪০ পড়ুয়া । আশপাশের গ্ৰাম থেকে স্কুল ছেড়ে এই স্কুলে আসতে মরিয়া অনেকেই । যে বাচ্চারা আগে স্কুলে আসতে কান্নাকাটি করত তারাই এখন স্কুলে যেতে চেয়ে কান্নাকাটি করে ।

Most Popular

দশমীর রাত্রে চুরি করতে এসে আটক হল চোর

ঘটনাটি হলদিয়ার ভবানীপুর থানা এলাকার।মণ্ডপে মণ্ডপে মায়ের বিদায়ের প্রস্তুতি। সেখানেই সকলের মন। সেই সুযোগকেই কাজে লাগানোর চেষ্টা করেছিল একদল যুবক। দরজা ভেঙে ঘরে ঢুকে...

Hero লঞ্চ করল আকর্ষণীয় দামে বাজারে নতুন Electric Cycle

ইলেকট্রিক গাড়ি এবং বাইকের এখনও আকাশছোঁয়া দাম। যা কিনা অনেক মধ্যবিত্তেরই নাগালের বাইরে। ফলে তাঁদের বিকল্প হিসেবে রয়েছে ইলেকট্রিক সাইকেল ।বেশি সমস্যায় পড়ছেন মধ্যবিত্ত...

নবমীতে টিকিট কেটে কোটিপতি নদিয়ার যুবক

কোটিপতি হওয়ার স্বপ্ন তিনি দেখতেন দীর্ঘদিন ধরেই। আর এই কারণে অন্যতম 'শর্টকাট' হিসেবে তিনি বেছে নিয়েছিলেন লটারি কেনাকে। আনারুল জানান, একসময় লটারি কাটতে গিয়ে...

এটিই হল ভারতের দীর্ঘতম নামের রেল স্টেশন

প্রতিদিন যে বিশাল সংখ্যক যাত্রী রেল পরিষেবা ব্যবহার করে থাকেন, তাঁদের সুবিধার কথা মাথায় রেখে রেলের তরফেও নেওয়া হয় নানা রকমের পদক্ষেপ। এমনকি বিগত...

Recent Comments