হুগলি, ২৫ অগাস্ট : করোনা আবহে যখন শিশুরা ঘরবন্দি তখন স্কুলে মিলবে বাসে চড়ার আনন্দ । শিশুদের স্কুলমুখী করে তুলতে হুগলি ধনিয়াখালির দশঘড়া দু’নম্বর পঞ্চায়েত এলাকায় বাসের আদলে তৈরি করা হয়েছে একটি অঙ্গনারী স্কুল ।
ধা চকচকে বাস । দরজা খুলে বাসের সিড়ি দিয়ে ঢুকতেই অবাক কান্ড । দেখে মনে হচ্ছে আস্ত একটা স্কুল । দেওয়ালের নানা রঙের ফল ফুল । একে চন্দ্র থেকে শুরু করে অ, আ, ক, খ, সহ মনীষীদের ছবি, বর্ণপরিচয় এবং অংকের নানান কিছু রয়েছে বাসের স্কুলে । জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি হয়েছে এই বাস স্কুল । খুশি এলাকার বাসিন্দারা ।
স্কুলের দিদিমণি জানান, স্কুল কমপ্লিট হওয়ার পর থেকেই করোনার প্রকোপ শুরু হয়েছে । লকডাউন থাকায় স্কুল বন্ধ আছে । বেশ কিছুদিন পর সোলার সিস্টেম হবে । কিছু কাজ লকডাউনের জন্য স্যাংস্যেন হয়ে পড়ে আছে । খুব বেশি দশ দিন টাইম লাগবে কাজ শুরু করতে । স্কুল শুরু হওয়ার আগেই সমস্ত কাজ মিটে যাবে । চিলড্রেন পার্ক এবং এ বছরও আরো একটা স্কুল হবে জেটি রেল ইঞ্জিনের আদলে হবে বলে জানান ওই দিদিমণি ।
দশঘড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কামারডাঙ্গা গ্রামে দুই-একদিনের মধ্যেই কাজ শুরু হবে বলে জানান স্কুল কর্তৃপক্ষ । তাঁরা জানান, স্কুল তৈরি হওয়াতে ছাত্র ছাত্রী এবং গার্জেন দের উদ্দীপনা অনেকটাই বেশি । অন্য স্কুল থেকে ছাত্র-ছাত্রী এসে এই বাস স্কুলে ভর্তি হচ্ছে । আগে এই স্কুলে ২০ জন ছাত্র-ছাত্রী ছিল । বর্তমানে সেখানে প্রায় ৪০ পড়ুয়া । আশপাশের গ্ৰাম থেকে স্কুল ছেড়ে এই স্কুলে আসতে মরিয়া অনেকেই । যে বাচ্চারা আগে স্কুলে আসতে কান্নাকাটি করত তারাই এখন স্কুলে যেতে চেয়ে কান্নাকাটি করে ।