Home খবর বাসের আদলে স্কুল হুগলির ধনিয়াখালিতে

বাসের আদলে স্কুল হুগলির ধনিয়াখালিতে

হুগলি, ২৫ অগাস্ট : করোনা আবহে যখন শিশুরা ঘরবন্দি তখন স্কুলে মিলবে বাসে চড়ার আনন্দ । শিশুদের স্কুলমুখী করে তুলতে হুগলি ধনিয়াখালির দশঘড়া দু’নম্বর পঞ্চায়েত এলাকায় বাসের আদলে তৈরি করা হয়েছে একটি অঙ্গনারী স্কুল ।

 

 

 

 

 

 

 

 

ধা চকচকে বাস । দরজা খুলে বাসের সিড়ি দিয়ে ঢুকতেই অবাক কান্ড । দেখে মনে হচ্ছে আস্ত একটা স্কুল । দেওয়ালের নানা রঙের ফল ফুল । একে চন্দ্র থেকে শুরু করে অ, আ, ক, খ, সহ মনীষীদের ছবি, বর্ণপরিচয় এবং অংকের নানান কিছু রয়েছে বাসের স্কুলে । জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি হয়েছে এই বাস স্কুল । খুশি এলাকার বাসিন্দারা ।

 

 

 

 

 

 

 

স্কুলের দিদিমণি জানান, স্কুল কমপ্লিট হওয়ার পর থেকেই করোনার প্রকোপ শুরু হয়েছে । লকডাউন থাকায় স্কুল বন্ধ আছে । বেশ কিছুদিন পর সোলার সিস্টেম হবে । কিছু কাজ লকডাউনের জন্য স্যাংস্যেন হয়ে পড়ে আছে । খুব বেশি দশ দিন টাইম লাগবে কাজ শুরু করতে । স্কুল শুরু হওয়ার আগেই সমস্ত কাজ মিটে যাবে । চিলড্রেন পার্ক এবং এ বছরও আরো একটা স্কুল হবে জেটি রেল ইঞ্জিনের আদলে হবে বলে জানান ওই দিদিমণি ।

 

 

 

 

 

 

দশঘড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কামারডাঙ্গা গ্রামে দুই-একদিনের মধ্যেই কাজ শুরু হবে বলে জানান স্কুল কর্তৃপক্ষ । তাঁরা জানান, স্কুল তৈরি হওয়াতে ছাত্র ছাত্রী এবং গার্জেন দের উদ্দীপনা অনেকটাই বেশি । অন্য স্কুল থেকে ছাত্র-ছাত্রী এসে এই বাস স্কুলে ভর্তি হচ্ছে । আগে এই স্কুলে ২০ জন ছাত্র-ছাত্রী ছিল । বর্তমানে সেখানে প্রায় ৪০ পড়ুয়া । আশপাশের গ্ৰাম থেকে স্কুল ছেড়ে এই স্কুলে আসতে মরিয়া অনেকেই । যে বাচ্চারা আগে স্কুলে আসতে কান্নাকাটি করত তারাই এখন স্কুলে যেতে চেয়ে কান্নাকাটি করে ।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments