তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ এই নেতার। এরপরেই চিকিৎসকরা তাঁর অপারেশন করার পরামর্শ দেন। প্রসঙ্গত, গত বছর ফেব্রুয়ারি মাস থেকেই স্নায়ুর সমস্যায় ভুগছিলেন তিনি। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তাঁর স্ত্রী কৃষ্ণা রায়ের মৃত্যুর পর শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়েন এই দুঁদে নেতা। একাধিকবার অসংলগ্ন কথা বার্তা বলতে শোনা যেত তাঁকে।
বর্তমানে খুব একটা রাজনীতির ময়দানে দেখা যায় না মুকুল রায়কে।কিছুদিন আগেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই সময় একাধিক পরীক্ষা করা হয় তাঁর। এরপরেই চিকিৎসকরা তাঁর মস্তিষ্কের অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন।জানা গিয়েছে, এই নেতার ব্যালান্সিংয়ের সমস্যা তৈরি হয়েছে। একইসঙ্গে, কথা ভুলে যাচ্ছেন তিনি। অর্থাৎ শর্ট টার্ম মেমরি লসের সমস্যাতেও ভুগছেন মুকুল রায়।
এই নেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তাঁর দাঁড়ানোর সমস্যা ঠিক হতে পাঁচ থেকে সাত দিন লাগবে, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু, ভুলে যাওয়ার যে সমস্যা রয়েছে তা ঠিক হতে দীর্ঘ সময় লাগতে পারে, জানা যাচ্ছে এমনটাই।এই বিষয়ে তাঁর ছেলে শুভ্রাংশু রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বাবা আগের থেকে কিছুটা ভালো রয়েছেন। আমি আজ (শনিবার) এখনও হাসপাতালে পৌঁছতে পারিনি। যাচ্ছি, সেখানে গিয়ে চিকিৎসকদের থেকে আরও পরিষ্কার করে বাবার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পারব।”