একটা গ্রামে কতজন যমজ থাকতে পারে? এর সঠিক উত্তর দেওয়া হয়তো সম্ভব নয়। তবে তা যে হাতেগোনা সংখ্যা হবে তা বলাই বাহুল্য। এ গ্রামে কিন্তু তেমনটা নয়।গ্রামে প্রবেশ করার পর কিছুক্ষণ আশপাশের মানুষের দিকে নজর দিলেই কপালের ভাঁজ পুরু হতে থাকে। মনে হতেই পারে ঠিক দেখছেন তো! কারণ এ গ্রামে ঘুরতে থাকলে দুপা অন্তর যমজ কাউকে দেখতে পাবেন।সদ্য জন্ম নেওয়া যমজ থেকে বয়স্ক যমজ। সব বয়সের যমজদের দেখতে পাওয়া যায় এখানে।
গ্রামের সকলেই যমজ এমনটা না হলেও ৪০০-র ওপর যমজ বাস করেন কেরালার এই কোডিনহি গ্রামে। কেন এ গ্রামেই এভাবে যমজ সন্তানের জন্ম হতে থাকে? এর পিছনে সঠিক কারণ কি? যার সঠিক উত্তর এখনও কারও কাছে নেই। একটাই গ্রামে এমন ঘটছে কেন সেটাই সবচেয়ে বড় রহস্য।৫০-৬০ বছর ধরেই এমন যমজ সন্তান হওয়ার প্রবণতা এ গ্রামকে অন্য গ্রামের থেকে আলাদা করেছে।
পরিচিতিও দিয়েছে। এমনকি অনেকে এই যমজদের গ্রাম দেখতে হাজিরও হন।ভারতে এ গ্রাম থাকলেও যমজদের এ গ্রামের নাম বিশ্বখ্যাত। কারণ বিশ্বে আর এমন কোনও স্থান নেই যেখানে একটা গ্রামের মধ্যে এতজন যমজ রয়েছেন। এমনকি নতুন জন্ম নিচ্ছেও যমজ।