এসিএন লাইফ নিউজ, ২৯ সেপ্টেম্বর : প্রত্যের নারীর জীবনেই চুল একটা সৌন্দর্যের প্রতীক । সারাবছরই আমরা চুলের যত্ন নিয়ে থাকি । পুজোর আগে তা অবশ্য একটু বেড়ে যায় । আমরা সবাই পুজোর সময় ত্বক ও চুলের বিশেষ যত্ন নিয়ে থাকি । যারা সারা বছর শত ব্যস্ততায় সময় পান না । তারাও এই সময় পার্লারে গিয়ে কেউ স্পা, কেউ স্ট্রেটনিং আবার অনেকে চুলে রঙও করে থাকেন । তবে পার্লার না গিয়েও আপনি বাড়িতেই স্পা করে নিতে পারেন আপনার চুলে । যদি বাড়িতে বানিয়ে নিয়ে করেন, তাহলে সারাবছরই একইভাবে চুলের যত্ন নিতে পারবেন ।
স্পা করতে উপকরণ হিসেবে লাগে টকদই, পাকা কলা, মধু, কালো জিরে, মেথি, কারি পাতা ও অ্যালোভেরা জেল । আগের দিন যেকোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন । পরের দিন একটি পাত্রে জল গরম করে তাতে কালো জিরে ও কারি পাতা ফুটিয়ে নিন । যতক্ষণ পর্যন্ত জলটা কালচে ভাব না আসছে ততক্ষণ ফুটিয়ে যান । এরপর একটি পাত্রে টকদই, পাকা কলা, মধু ও অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে নিন । তারপর মিশ্রণে মধ্যে ফোটানো জল ভালো করো মিশিয়ে নিন । এই মিশ্রণ চুলের গোড়া থেকে ডগা ভালো করে লাগিয়ে নিন ।
এরপর অন্য একটি পাত্রে গরম জল করে নিন । কিছুক্ষণ পর গরম জলে তোয়ালে ভিজিয়ে নিন । এরপর তা আধ ঘণ্টা মাথায় জড়িয়ে রাখুন । আধ ঘণ্টা পর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন ।
এইভাবে যদি সপ্তাহে তিনদিন চুলের যত্ন নিতে পারেন তাহলে আর পার্লার যাওয়ার প্রয়োজন হবে না । বাড়িতেই সুন্দর সিল্কি চুল পেয়ে যাবেন ।