Home তেষ্টা মেটাবেন কীভাবে তেষ্টা মেটাবেন? জেনে নিন বিশেষজ্ঞের মতামত।

কীভাবে তেষ্টা মেটাবেন? জেনে নিন বিশেষজ্ঞের মতামত।

জল খাওয়ার আবার বিশেষ পদ্ধতি আছে জেনে মুখ বাঁকালেও , জানলে অবাকই হবেন যে বেশিরভাগ মানুষই ভুল ভাবে জল পান করেন।আসুন জেনে নেওয়া যাক জল পান করার সঠিক পদ্ধতি। দাঁড়িয়ে না বসে জল পান করা, কোনটা সঠিক। অনেকেরই ধারনা যে দাঁড়িয়ে জল পান করলে শরীরের ক্ষতি হতে পারে। এই বিষয়ের সত্যতা যাচাই করেছেন, নয়াদিল্লির ‘স্যার গঙ্গারাম’ হাসপাতালের প্রিভেন্টিভ হেলথ ডিপার্টমেন্টের ডিরেক্টর ডাঃ সোনিয়া রাওয়াত।ডাঃ সোনিয়া রাওয়াত জানিয়েছেন যে, দাঁড়িয়ে বা শুয়ে উভয় ভাবেই জল পান করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। স্বাস্থ্য ভাল রাখতে সব মানুষেরই বসে জল পান করা উচিত। দাঁড়িয়ে জল পান করলে জলে থাকা খনিজ পদার্থ পরিপাকতন্ত্রে সঠিকভাবে পৌঁছয় না।দাঁড়িয়ে জল পান করলে বদহজম, কোষ্ঠকাঠিন্য এবং অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যা হতে পারে।

যারা বদহজম, কোষ্ঠকাঠিন্য বা অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন তাদের দাঁড়িয়ে জল পান করা একেবারেই উচিত নয়।ডক্টর সোনিয়া রাওয়াত জানিয়েছেন যে, দাঁড়িয়ে জল পান করলে কিডনি ও লিভারের ক্ষতি হতে পারে। এটি শরীরের ইলেক্ট্রোলাইট ভারসাম্যকে ব্যাহত করতে পারে। কিডনি শরীরে ফিল্টারের মতো কাজ করে এবং এর কার্যকারিতায় ব্যাঘাত ঘটলে শরীরের পুরও সিস্টেমই নষ্ট হয়ে যেতে পারে।দাঁড়িয়ে জল পান করা ফুসফুস ও হার্টেরও ক্ষতি করে। এতে জয়েন্টে ব্যথা এবং হাড়ের অন্যান্য সমস্যাও হতে পারে।জানলে অবাক হবেন যে ভুল উপায়ে জল পান করলে স্নায়ুতন্ত্রের উপর প্রভাব পড়তে পারে ।

এটাও মনে রাখতে হবে যে দৌড়ানোর সময়ও জল পান করা একেবারেই উচিত নয়। এমনকি এটি স্বাস্থ্যের উপর,ও খারাপ প্রভাব ফেলে।ডক্টর সোনিয়া রাওয়াতের মতে, সব সময় বসে বসে আরাম করে জল পান করা উচিত। সর্বদা অল্প চুমুকে জল পান করতে হবে । ধীরে ধীরে চুমুক দিয়ে জল পান করা খুব উপকারী।বসে জল পান করলে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য ভাল থাকে এবং শরীর প্রয়োজনীয় খনিজ পদার্থ পায়।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments