Home অসমে লাইনচ্যুত হাওড়াগামী সরাইঘাট এক্সপ্রেস অসমে লাইনচ্যুত হাওড়াগামী সরাইঘাট এক্সপ্রেস

অসমে লাইনচ্যুত হাওড়াগামী সরাইঘাট এক্সপ্রেস

এসিএন লাইফ নিউজ, ২৫ অগাস্ট : অসমে লাইনচ্যুত হল হাওড়াগামী সরাইঘাট এক্সপ্রেস । কামাখ্যা-বঙ্গাইগাঁওয়ের মাঝে লাইনচ্যুত হয় ট্রেনটি । ছায়াগাঁও স্টেশনে ঢোকার মুখে এক্সপ্রেসের ৪ টি কামরা বেলাইন হয়ে যায় বলে খবর ।

 

 

 

 

 

জানা গেছে, দুপুর ১.৩৬ নাগাদ ঘটনাটি ঘটে । রেল সূত্রে জানা গেছে, ট্রেনটির ৬,৭,৮ ও ৯ নম্বর বগি ইঞ্জিন থেকে লাইনচ্যূত হয়ে যায় । এই ঘটনায় হতাহতের খবর নেই । সামান্য কয়েকজনের চোট লেগেছে বলে জানা গেছে ।

 

 

 

 

রেল সূত্রে খবর, বিভিন্ন রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে । তবে যেহেতু এটি সিঙ্গল লাইন । তাই এই লাইনে আপাতত কোনও ট্রেন চালানো যাচ্ছে না । ট্রেনগুলি ঘুরপথে চালানো হবে বলে জানা গেছে । রেলের পক্ষ থেকে চারটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে । যে সব স্টেশন সরাইঘাট এক্সপ্রেসের থামার কথা, সেইসব স্টেশনগুলিতে মে আই হেল্প ইউ বুথ চালু করা হয়েছে । এগুলির মাধ্যমে যাত্রীদের পরিজনরা খোঁজখবর নিতে পারবেন ।

 

 

 

 

ছবি সৌজন্যে এএনআই টুইটার

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments