লকডাউনে অগ্নিকাণ্ড হাওড়ায়
অগাস্ট মাসের শেষ দিন লকডাউনে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল হাওড়ার শিবপুর থানার সন্ধ্যাবাজার অঞ্চলে । আজ বেলা ১২:১৫মিনিট নাগাদএকটি বহুতলের নীচে একটি খাবারের দোকানে আগুন লাগে। ওই দোকানে গ্যাস সিলিন্ডার মজুত থাকায় আগুন খুবই দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে।
লকডাউনে ভয়াবহ অগ্নিকান্ড ( হাওড়া )
লকডাউনে ভয়াবহ অগ্নিকান্ড ( হাওড়া )
Gepostet von ACN Life News am Montag, 31. August 2020
কিন্তু সৌভাগ্যবশতঃ দমকলের ৪টি ইন্জিন দ্রুত এসে পৌছে যায়।ঘটনাস্থলে শিবপুর থানার আধিকারিকরা দ্রুত এসে উপস্থিত হন। আশেপাশের আরো ৩/৪টি দোকান ও লাগোয়া বহুতলে, লেগে যাওয়া ঐ আগুনের ভয়াবহতায় যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিদগ্ধ ঐ দোকানের লাগোয়া বহুতল থাকায় সেখানকার বাসিন্দাদের ও এলাকার মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সর্বশেষপাওয়া খবরানুযায়ী দমকলের ৫টি ইন্জিনের সহায়তায় আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। কোনো হতাহতের খবর নেই।