ঐন্দ্রিলাকে নিয়ে অঙ্কুশের প্রতিশ্রুতি তো অনেক শোনা গেছে।তাদের ভালোবাসার গভীরতাও সম্প্রতি অনেক প্রকাশ করেছেন। এবার ঐন্দ্রিলাকে অঙ্কুশের অন্য রকম কথা দেওয়া। “ঐন্দ্রিলা তোমার জীবনে আমি হয়তো ওঁনার অভাব পূরণ করতে পারব না। কিন্তু আজ উনি বেঁচে থাকলে তোমার যা যা আবদার, স্বপ্ন পূরণ করতেন, আমি সেই সব আবদার মেটাব। আর কাকু তুমি একদম ভেবো না, তোমার মেয়েকে রানি করে রাখব। যেখানেই থাকো ভালো থেকো। শুভ জন্মদিন কাকু” অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের বাবার জন্মবার্ষিকীতে নেটমাধ্যমে আবেগঘন পোস্ট করলেন অভিনেতা অঙ্কুশ হাজরা।
১৫ ডিসেম্বর ছিল ঐন্দ্রিলার বাবা শান্তনু সেনের জন্মবার্ষিকী। এ দিন অভিনেত্রীর সঙ্গে তাঁর বাবার একটি ক্লোজ করা ছবি শেয়ার করেন অঙ্কুশ। বেশ কয়েক বছর আগেই বাবাকে হারিয়েছেন অভিনেত্রী। তাই এমন বিশেষ দিনগুলিতে বাবাকে একটু বেশিই মিস করেন তিনি। এ দিন প্রেমিকার প্রয়াত বাবাকে কথা দিয়ে অঙ্কুশ জানিয়েছেন, ‘তোমার মেয়েকে আমি রানি করে রাখব’। শেষে তিনি লিখেছেন, ‘আজ তুমি থাকলে হয়তো আমরা সেরা বন্ধু হতাম।
অনেক অনেক ভালোবাসা আদর নিও।’ এ দিন প্রেমিকার প্রয়াত বাবাকে কথা দিয়ে অঙ্কুশ জানিয়েছেন, ‘তোমার মেয়েকে আমি রানি করে রাখব’। শেষে তিনি লিখেছেন, ‘আজ তুমি থাকলে হয়তো আমরা সেরা বন্ধু হতাম। অনেক অনেক ভালোবাসা আদর নিও।’