বলিউডে পা রাখবেন শাহরুখ-গৌরী কন্যা! ২০২০-তে সুহানা যেভাবে ভোগের কভারস্যুটে উঠে এসেছিলেন তা নিয়ে কিছু কম আলোচনা হয়নি। তীব্র ট্রোলের মুখেও পড়তে হয়েছে তাঁকে। খুব শীঘ্রই জোয়া আখতারের ‘দ্যা আর্চিস’ ছবির হাত ধরে বলিউডে পা রাখছেন সুহানা খান।
সম্প্রতি, ‘দ্যা আর্চিস’-এর পার্টিতে হাজির ছিলেন, সুহানা খান সেখানেই সুহানাকে লাল রঙের বলি হাগিং, নুডল স্ট্র্যাপ ড্রেসে দেখা গেল, সঙ্গে পরেছিলেন কালো পেনসিল হিল জুতো।
সেই ‘দ্যা আর্চিস’ পার্টির ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে শাহরুখ কন্যার অপ্রস্তুত, আড়ষ্ঠ চালচলন কারোরই নজর এড়ায়নি। ,আর অনেকেই তাকে মালাইকার বন বলেই সমোধন করেছে।