Home ৬৮ হুঁশিয়ারি উপেক্ষা করে ৬৮ তে মা হন বৃদ্ধা।

হুঁশিয়ারি উপেক্ষা করে ৬৮ তে মা হন বৃদ্ধা।

স্বামীর বয়স ৭১, তাঁর ৬৭। মাকে গর্ভপাত করানোর জন্য চাপ দিতে থাকেন। কিন্তু সেই চাপ উপেক্ষা করেই মা হয়েছেন তিয়ান জিনজু নামের ওই মহিলা। চিনের শ্যানডং প্রদেশের ঘটনা।২০১৯ সালের ১৫ অক্টোবর কন্যাসন্তানের জন্ম দেন হুয়াং উইপিং ও তিয়ান জিনজু। দম্পতি মেয়ের নাম রেখেছেন তিয়ানচি। স্থানীয় ভাষায় যার অর্থ স্বর্গের উপহার। কন্যার তৃতীয় জন্মদিনে দম্পতি জানালেন, শুধু শারীরিক ভাবেই নয়, সন্তানের জন্ম দিতে গিয়ে পারিবারিক ভাবেও কতটা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে তাঁদের।

তাদের এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে। তিয়ান জানিয়েছেন, যখন ছেলেমেয়েরা প্রথম জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা, তখন বিষয়টি একেবারেই ভাল ভাবে মেনে নেননি তাঁরা। দু’জনেই গর্ভপাত করাতে বলেন। এমনকি গর্ভপাত না করালে তাঁর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার হুমকিও দেন কন্যা অভিযোগ বৃদ্ধার।

সব মিলিয়ে দ্বিধায় পড়ে যান তিনি নিজেও। কিন্তু সব শারীরিক পরীক্ষাতেই দেখা যায় সন্তান ধরণে কোনও অসুবিধা নেই তাঁর। বরং চিকিৎসকেরা জানান, এই বয়সে গর্ভপাত করানোর ঝুঁকি বেশি। তাই শেষ পর্যন্ত সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।তবে সন্তান জন্মানোর আগে প্রতিবাদ করলেও সদ্যোজাত বোনকে মেনে নিয়েছেন দুই সন্তানই। দুই নাতিনাতনিও রয়েছে তাঁর, এক জন হাই স্কুলে পড়ে, এক জন কলেজে। তাঁরাও ছোট্ট পিসিকে পেয়ে বেজায় খুশি, জানিয়েছেন তিয়ান।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments