২০২১ সালে যেখানে জেলবন্দি সাংবাদিকের সংখ্যা ছিল ৪৮৮, ২০২২ সালে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৫৩৩-এ!সম্প্রতি ‘রিপোর্টার্স উইথআউট বর্ডারস’ (আরএসএফ)-এর এই রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। ওই সমীক্ষায় দেখা যাচ্ছে, সাংবাদিকদের গ্রেফতারিতে এগিয়ে রয়েছে ৫টি দেশ। গত কয়েক বছরের মতো এ বারেও শীর্ষে রয়েছে চিন। তার পর যথাক্রমে রয়েছে মায়নমার, ইরান, ভিয়েতনাম এবং বেলারুশ।
এ প্রসঙ্গে আরএসএফ-এর প্রধান ক্রিস্টোফার ডেলোয়ার বলেছেন, “বিশ্বের বিভিন্ন দেশে কর্তৃত্ববাদী শাসন যে ভাবে দ্রুততার সঙ্গে সাংবাদিকদের গ্রেফতার করছে, তা অতীতে দেখা যায়নি।”সাংবাদিক গ্রেফতারের ঘটনায় ইরান প্রথম পাঁচটি দেশের তালিকায় আগে ছিল না। কিন্তু গত সেপ্টেম্বর মাসে পুলিশি হেফাজতে মাহশা আমিনির মৃত্যুর পর সে দেশে যে হিজাব বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে, তাতে সংবাদমাধ্যমগুলিও সরকারের গোঁড়া এবং রক্ষণশীল নীতির বিরুদ্ধে সরব হয়।
তার পরেই ৩৪ জন সাংবাদিককে গ্রেফতার করে ইরানের প্রশাসন।রিপোর্টে দাবি করা হয়েছে, মহিলা সাংবাদিকদের গ্রেফতার করার ঘটনাতেও রেকর্ড করেছে ২০২২ সাল। চলতি বছরে এখনও পর্যন্ত ৭৮ জন মহিলা সাংবাদিক জেলবন্দি রয়েছেন। এত সংখ্যক মহিলা সাংবাদিক আগে কখনও গ্রেফতার হননি।