Home খবর রাগে প্রেমিকের বাড়িতে আগুন লাগিয়ে দিলেন যুবতী।

রাগে প্রেমিকের বাড়িতে আগুন লাগিয়ে দিলেন যুবতী।

রাগ এবং সন্দেহের বশে গভীর রাতে প্রেমিকের বাড়িতে চলে যান তিনি। তার পর ওই বাড়িতে আগুন ধরিয়ে দেন সেনাইডা সোতো। রবিবার টেক্সাসে এই ঘটনাটি ঘটেছে। আমেরিকার এক সংবাদ সংস্থা সূত্রের খবর, ২৩ বছর বয়সি সেনাইডা টেক্সাসের বাসিন্দা।স্বভাববশতই প্রেমিককে ভিডিয়ো কল করেছিলেন প্রেমিকা। ও পার থেকে ফোন ধরার পর মোবাইল স্ক্রিনে প্রেমিকের বদলে ভেসে ওঠে অন্য মহিলার মুখ।

কিন্তু কে এই মহিলা? প্রেমিক কি সম্পর্কে থেকেও তাঁকে ঠকাচ্ছেন?প্রেমিককে ফোন করতে অন্য মহিলার মুখ ভেসে ওঠায় সন্দেহের বশে মাঝরাতেই সোজা প্রেমিকের বাড়িতে চলে যান সেনাইডা। বাড়িতে ঢুকে ভিতর থেকে কিছু জিনিস চুরিও করেন তিনি। তার পর বসার ঘরে রাখা সোফায় আগুন লাগিয়ে দেন সেনাইডা। সেই আগুন ছড়িয়ে পড়ে সারা বাড়িতে।সংবাদ সংস্থা সূত্রের খবর, আগুনে পুড়ে ৫০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় আনুমানিক ৪১ লক্ষ টাকা) মূল্যের জিনিসের ক্ষতি হয়েছে। পুলিশ গ্রেফতারও করেছে সেনাইডাকে।

পুলিশ সূত্রের খবর, সোফায় আগুন লাগানোর পর সেই পরিস্থিতির একটি ভিডিয়ো করে সেনাইডা তাঁর প্রেমিককে পাঠিয়েছিলেন। ভিডিয়োটির সঙ্গে প্রেমিককে একটি বার্তাও পাঠিয়েছিলেন সেনাইডা— ‘‘বাড়িতে সব ঠিক আছে তো?’’পুলিশ সূত্রের খবর, যে মহিলাটি সেনাইডার প্রেমিকের ফোন ধরেছিলেন, তিনি সম্পর্কে ছেলেটির আত্মীয়। প্রেমিক অন্য মহিলার সঙ্গে গোপন সম্পর্কে আছেন, এ হেন সন্দেহ করেই এই অঘটন ঘটিয়েছিলেন সেনাইডা।

Most Popular

ইসলামাবাদের বাজারে ভয়াবহ আগুন,।

শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।দমকলের দশটি গাড়ি কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে...

হাসিমুখে তিন সিংহ এর পিছনে হাঁটছেন তরুণী ভাইরাল ভিডিও।

একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনটি সিংহকে আগে নিয়ে পেছনে হাসিমুখে তরুণী হেটে চলেছে। বেশ ভালই প্রতিক্রিয়া পেয়েছে এই ভিডিওটি।গার্লফ্রমপ্যারাডাইস৯’ নামের একটি...

আলিয়া ভট্ট মাতৃত্ব এর সময়কাল কেমন উপভোগ করছেন তিনি।

মাত্র তিন সপ্তাহের মধ্যে মাতৃত্ব আমাকে অনেকটাই বদলে দিয়েছে।’’ এই প্রসঙ্গেই আলিয়ার কাছে জানতে চাওয়া হয়, আগামী দিনে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে মাতৃত্ব কী ভূমিকা...

ক্রিকেট খেলতে গিয়ে হৃদ্‌‌রোগে মৃত্যু হলো দশম শ্রেণির ছাত্রের।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে।বুধবার কানপুরে বিলহাউর এলাকায় বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল অনুজ। ব্যাটিং করছিল সে। রান নিতে গিয়ে দৌড়নোর সময় আচমকা পড়ে যায় ওই...

Recent Comments