প্রয়াত ব্লক সভাপতি শ্যামল দত্তের স্মৃতির উদ্দেশ্যে বর্ধমান দু’নম্বর ব্লকের সড্যা শিবতলায় একটি স্মরণ সভা ও স্বেচ্ছায় রক্তদান শিবির এর আয়োজন করা হয়। আজকের এই স্মরণসভা ও স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত শ্যামল দত্তের ভাইপো তুষার কান্তি দত্ত ও পুত্র সপ্তদ্বীপ দত্ত । অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ প্রয়াত শ্যামল দত্তের স্মৃতিচারণা করেন ও শ্যামল দত্তের মূর্তিতে মাল্য দান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অলক কুমার মাঝি, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকুলি তা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, বর্ধমান দু’নম্বর ব্লক এর পূর্ত কর্মাধ্যক্ষ সৌভিক পান, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার , সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ।