Home খবর পালিতা ও জন্মদাত্রী মায়ের বিবাদের মাঝে মে , কার কাছে ফিরবে সে?

পালিতা ও জন্মদাত্রী মায়ের বিবাদের মাঝে মে , কার কাছে ফিরবে সে?

আইনি জটে প্রায় তিন বছর আগে মেয়েকে পালিতা মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে সরকারি হোমে পাঠিয়ে দিয়েছিল প্রশাসন। আইনি জটে তিন বছর হোমে কাটানোর পরে অবশেষে পুজোর চতুর্থীতে পালিতা মায়ের কাছে ফিরল মেয়ে।প্রায় তিন বছর পর মেয়েকে ফিরে পেয়ে খুশির হাওয়া পশ্চিম মেদিনীপুরের ঘাটালের অজবনগর গ্রামের দোলুই পরিবারে। এক মেয়ের দাবিদার ছিলেন দুই মা। একদিকে পালিতা মা, অন্যদিকে জন্মদাত্রী মা।অজবনগরের দেবু দোলুই ও ছবি দোলইয়ের বাড়িতে পিউ নামে এই ছোট্ট মেয়েটি বড় হচ্ছিল বেশ আনন্দে।

অভাবি সংসারে দেব এবং ছবি অতি স্নেহে কোলে পিঠে বড় করেছে।পিউ ১২-এ পা দিতেই হঠাৎ ছন্দপতন। জন্মদাত্রী মা প্রশাসনিক কর্তাদের নিয়ে এসে হাজির হন অজবনগরের এই পালিতা মায়ের বাড়িতে। জন্মদাত্রী মায়ের নাম ইতু সামন্ত, বাড়ি খড়ার শহরে, তাঁর দাবি দু’বছর বয়সে তাঁর মেয়ে হারিয়ে গিয়েছিল, এই সেই মেয়ে। মেয়েকে তিনি নিজের বাড়িতে নিয়ে যেতে চান।অন্য দিকে পালিতা মা দাবি করেন, যে মেয়েকে ছোট্ট থেকে আদর স্নেহ-যত্ন দিয়ে নিজের মেয়ে হিসেবে বড় করেছেন, তাঁকে কোনোভাবেই ছেড়ে থাকতে পারবেন না। তাই পিউকে তাঁরা দিতে পারবেন না।

অবশেষে আইনি জটিলতায় পালিতা মায়ের কাছ থেকে পিউকে কেড়ে নিয়ে মেদিনীপুরের সরকারি হোমে পাঠিয়ে দিয়েছিল চাইল্ড লাইন এবং পুলিশ প্রশাসন।তারপর সেই হোমেই বড় হচ্ছিল পিউ। আইনিজট তাকে মায়ের কাছে এতদিন ফিরতে দেয়নি, অবশেষে দুর্গাপুজোর চতুর্থীতে বাংলা ও বাঙালি যখন উৎসবে মেতে উঠেছে, তখন পালিতা মায়ের কাছে ফিরল তাঁর পিউ।যে মায়ের কাছে ছোট থেকে আদর পেয়েছে সেই মায়ের কাছে ফিরে পিউ খুব খুশি। মায়ের হাতে হাত রেখে পিউ জানাল, এবার পুজোয় বাবা মায়ের হাত ধরে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে যাবে সে। পিউ ফিরে আসায় খুশিতে মেতেছে পাড়া-প্রতিবেশীরাও। বাড়িতে ফেরার পর সকলেই পিউর কাছে ছুটে গিয়েছে।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments