লকডাউনে মর্মান্তিক দুর্ঘটনা আলিপুর চিড়িয়াখানায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন ২ জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরও ১ জন।জানা গিয়েছে, চিড়িয়াখানার ভিতর বিলবোর্ড লাগানোর সময় দুর্ঘটনা। ওই বিলবোর্ড লাগানোর দায়িত্ব দেওয়া হয়েছিল একটি বেসরকারি বিজ্ঞাপন সংস্থাকে। মৃত ২ জন ওই বিজ্ঞাপন সংস্থার কর্মী বলে জানা গিয়েছে।জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ১১টা নাগাদ হাতির এনক্লোজারের উল্টোদিকে।
মর্মান্তিক দুর্ঘটনা চিড়িয়াখানায় ( কলকাতা )
মর্মান্তিক দুর্ঘটনা চিড়িয়াখানায় ( কলকাতা )
Gepostet von ACN Life News am Donnerstag, 20. August 2020
ঘটনাটি যখন ঘটে সেই সময় প্রায় জনা ১৫ জন ভিতরে ছিলেন। চিড়িয়াখানার এক কর্মী জানান, দুজনই ঘটনাস্থলে মারা যান।সূত্রের খবর, যে দুজন মারা গিয়েছেন, তাঁদের একজন প্রদীপ দাস ওড়িশার ভদ্রকের বাসিন্দা। এখানে তিনি চিংড়িঘাটায় থাকতেন। আরেকজন তারিণী দাস মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা। আহত ব্যক্তির নাম রিন্টু দাস। তিনি ভদ্রকের বাসিন্দা।তবে প্রশ্ন উঠছে, কীভাবে লকডাউনের দিন সরকারি জায়গায় কাজ করছিল বেসরকারি সংস্থা? কার অনুমতিতে তাঁরা ভেতরে ঢুকেছিলেন? এই প্রশ্নগুলিই এখন ঘোরোফেরা করছে।