এল এল সি মাস্টার্স কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এশিয়ান লাইনস বনাম ইন্ডিয়া মহারাজাস। এশিয়ান লাইনস এর নেতৃত্ব দেন মিসবাউল হক। অপরদিকে ইন্ডিয়া মহারাজাস এর নেতৃত্ব দেন গৌতম গম্ভীর। প্রথমে ব্যাট করতে নেমে এশিয়া লাইনস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান তোলে।
সর্বোচ্চ রান করেন অধিনায়ক মিসবাহুল হক তিনি ৭৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। ১৬৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে গৌতম কম্পিউটারের নেতৃত্ব দেওয়া ইন্ডিয়া মহারাজাস।
অধিনায়ক সুলভ ইনিংস খেলেন গৌতম গম্ভীর তিনি ৫৩ রান করেন। তবে শেষ পর্যন্ত ইন্ডিয়া মহারাজা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রান তুলতে সক্ষম হয়। নয় রানে ম্যাচ জিতে নেয় এশিয়া লাইন্স