পরিচালক প্রসিত রায়ের এই ছবির জন্য নিজেকে মাসের পর মাস প্রস্তুত করেছেন।সোমবার ইডেনে ‘চাকদা এক্সপ্রেস’-এর শ্যুটিং করলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। ঝুলন-রূপী অনুষ্কাকে এ দিন নীল জার্সিতে দেখা মিলেছে। বল হাতে একের পর এক শট দিয়েছেন তিনি।বিরাট যখন অস্ট্রেলিয়ায় ব্যস্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে। আসন্ন ছবি ‘চাকদা এক্সপ্রেস’-এর শ্যুটিং করতেই তিলোত্তমায় উড়ে এসেছেন এই বলি ডিভা।
রবিবার রাতে কলকাতা বিমানবন্দরে দেখে মেলে অভিনেত্রী অনুষ্কা শর্মার। এ দিন ইডেনে ভারতের জার্সি পরে দেখা মেলে অনুষ্কার। ঝুলন হিসেবে নিজেকে মেলে ধরতে সম্পূর্ণ প্রস্তুত তিনি। সোমবার ইডেনে ক্যামেরার সামনে একাধিক শট প্র্যাকটিস করেন অভিনেত্রী।সোমবার সন্ধায় ইডেন গার্ডেন্সে চলেছে ‘চাকদা এক্সপ্রস’-এর শ্যুটিং। পরিচালক প্রসিত রায়ের এই ছবির জন্য নিজেকে তৈরি করেছেন অনুষ্কা।
মহিলাদের একদিবসীয় ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক উইকেটের মালিক ঝুলন গোস্বামী। টিম ইন্ডিয়ার সদ্য প্রাক্তন এই বোলারের জীবনের উত্থান-পতনকে ঘিরেই প্রসিত রায়ের ছবি ‘চাকদহ এক্সপ্রেস’।লন্ডনে এই ছবির বড় অংশের শ্যুটিং করছেন অভিনেত্রী। এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে অভিনেত্রীর ভাই কারনিশের প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মস।