আজ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের মাজুরিয়া গ্রামে ইন্ডিয়ান অয়েলের গাড়ী আটক করল আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে এই গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় ইন্ডিয়ান অয়েল কোম্পানির একটি ট্রলার ধাক্কা মারে ইলেক্ট্রিক পোলে।
যার ফলে এলাকায় প্রায়ই বাড়িতে বিদ্যুত চলে যায় এবং টিভি, ফ্যান, ইলেক্ট্রিক বোর্ড পুড়ে যায়। এলাকার লোকেরা কোম্পানির লোকের সাথে যোগাযোগ করলে তাঁরা কোনো ভ্রুক্ষেপ করেননি। তাই আজ কোম্পানির গাড়ী আটক করে আদিবাসীরা।
https://www.facebook.com/230205334351193/videos/133218388322888
এদিন আদিবাসী গাঁওতার জেলা সম্পাদক রবীন সোরেন বলেন, আজ মালিক পক্ষ এসে আমাদের দাবী মেনে নিয়েছেন এবং আগামী মঙ্গলবার সমস্ত ক্ষতিপূরণ দেবেন। পাশাপাশি তিনি আরো বলেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা সরকারের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত রয়েছে তাই আগামী ১৫ ডিসেম্বর দুবরাজপুর ব্লকের বিডিওকে একটি ডেপুটেশন প্রদান করা হবে।
অন্যদিকে ইন্ডিয়ান অয়েল কোম্পানির পক্ষে শৈলেন্দ্র রাওতাড়ে বলেন, আমরা তাঁদের ক্ষতিপূরন আগামী মঙ্গলবারে মধ্যে দিয়ে দেব।