বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) পরিচালিত পরীক্ষা সফল হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রী।অগ্নি-৫’ মিসাইল পাঁচ হাজার ৪০০ কিমি বা তার বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে জানিয়ে এক টুইট বার্তায় প্রহ্লাদ জোশী বলেন, ‘এই ক্ষেপণাস্ত্র আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন সক্ষমতা তৈরি করবে এবং জাতীয় নিরাপত্তা জোরদার করবে।’
ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগে ভারত সরকার বঙ্গোপসাগরকে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করে একটি বিজ্ঞপ্তি জারি করে। একই সঙ্গে এই ক্ষেপণাস্ত্রটি চীনের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম বলেও জানানো হয়েছে।
৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের সীমান্তে ভারতীয় ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।২০২০ সালের জুনে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীন ও ভারতীয় সেনাদের মধ্যে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়। চীনের সেনারাও হতাহত হয়েছিল। চীন ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে মারাত্মক সংঘর্ষ।