Home entertainment কোহলি কি এবার নিতে চলেছেন অবসর ?

কোহলি কি এবার নিতে চলেছেন অবসর ?

 

 

বিশ্বকাপের আগে ভারতকে এক পশলা স্বস্তি এনে দিয়েছেন বিরাট কোহলি। সাবেক এই অধিনায়ক বেশ কিছুদিন ধরে নিজের চেনা ছন্দে ছিলেন না। আড়াই বছরেরও বেশি সময় পাননি কোনো শতকের দেখা। তবে সদ্য সমাপ্ত এশিয়া কাপে কোহলি আপন মহিমায় ফিরে এসেছেন। দুটি অর্ধশতক আর একটি শতক হাঁকিয়ে কোহলি যেন জানান দিয়েছেন, তার রানের খরা বা পড়তি পারফরম্যান্সের দিনগুলো এখন অতীতের পাতায়।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি দলটাকে ঢেলে সাজাতে চায় বিসিসিআই। পরবর্তী বিশ্বকাপের আগে দলে যাতে তরুণরা পর্যাপ্ত সুযোগ পান এজন্য সিনিয়র কয়েকজনকে ক্রিকেটারদের টি-টোয়েন্টির ভাবনা থেকেই ছেঁটে ফেলতে চায় টিম ম্যানেজমেন্ট।কোহলির ফর্ম যখন সবার মুখে হাসি ফুটিয়েছে, তখনই উঠল তার অবসরের গুঞ্জন। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই নাকি টি-টোয়েন্টি থেকে অবসর নিতে পারেন তিনি।

কোহলি অবসর না নিলেও অনেকটা জোর করেই অবসরে পাঠানো হতে পারে তাকে! এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি দলটাকে ঢেলে সাজাতে চায় বিসিসিআই। পরবর্তী বিশ্বকাপের আগে দলে যাতে তরুণরা পর্যাপ্ত সুযোগ পান

এজন্য সিনিয়র কয়েকজনকে ক্রিকেটারদের টি-টোয়েন্টির ভাবনা থেকেই ছেঁটে ফেলতে চায় টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে কোপটা নাকি পড়তে যাচ্ছে বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার ঘাড়ে। ভারতের এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘এটা নতুন কোনো ব্যাপার নয়। প্রতিটি বড় টুর্নামেন্টের পরই একটা পরিবর্তন আসে।

গত বছর বিশ্বকাপের পরপরই মোহাম্মদ শামিকে বলা হয়েছিল টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে নজর দিতে।কোহলিরও তো বয়স কমছে না। যে সংখ্যক ম্যাচ ভারত খেলে, তাতে ওর ওয়ার্কলোডের দিকে আমাদের মনোযোগ দিতেই হবে। আমাদের মতে, একটা পরিবর্তন দরকার। জাদেজাকে দেখুন, বারবার চোট পাচ্ছে। বিশ্বকাপ হয়ে য

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments