Home অন্ধ্রপ্রদেশে এটিই হল ভারতের দীর্ঘতম নামের রেল স্টেশন

এটিই হল ভারতের দীর্ঘতম নামের রেল স্টেশন

প্রতিদিন যে বিশাল সংখ্যক যাত্রী রেল পরিষেবা ব্যবহার করে থাকেন, তাঁদের সুবিধার কথা মাথায় রেখে রেলের তরফেও নেওয়া হয় নানা রকমের পদক্ষেপ। এমনকি বিগত কয়েক বছরে যাত্রীদের জন্য টিকিট বুক করার প্রক্রিয়াও আরও সহজ করা হয়েছে।ব্রিটিশ আমল থেকে চলে আসা এই রেল নেটওয়ার্ক বিশ্বের অন্যতম বৃহত্তম। আর তাই এই দীর্ঘ রেলপথে কিছু অদ্ভুত জিনিস থাকবে না তা হয় না।

রেল নেটওয়ার্কে রয়েছে এমন একটি স্টেশন যার নাম এতটাই বড় যে একে ভারতের সবচেয়ে বড় নামওয়ালা স্টেশন বলা হয়।অন্ধ্রপ্রদেশে এমন একটি রেলস্টেশন রয়েছে যেটির নাম এতটাই বড় যে এটিকেই ভারতের সব থেকে বড় নামওয়ালা রেলস্টেশন বলা হয়। এমনকি এই স্টেশনের বানানও এমন যে তাবড় বিশেষজ্ঞদের মাথা ঘুরে যেতে পারে। এই রেলস্টেশনের নামে এমন অনেক অক্ষর আছে, যেগুলো ইংরেজি বর্ণমালাতেও নেই।

দেশের সব থেকে বড় নামওয়ালা রেলওয়ে স্টেশনের নাম ভেঙ্কটানারসিমহারাজুভারিপেটা। এর বানানে মোট ২৮টি ইংরেজি অক্ষর রয়েছে। স্টেশনটি অন্ধ্রপ্রদেশে তামিলনাড়ু সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত।

Most Popular

ইসলামাবাদের বাজারে ভয়াবহ আগুন,।

শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।দমকলের দশটি গাড়ি কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে...

হাসিমুখে তিন সিংহ এর পিছনে হাঁটছেন তরুণী ভাইরাল ভিডিও।

একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনটি সিংহকে আগে নিয়ে পেছনে হাসিমুখে তরুণী হেটে চলেছে। বেশ ভালই প্রতিক্রিয়া পেয়েছে এই ভিডিওটি।গার্লফ্রমপ্যারাডাইস৯’ নামের একটি...

আলিয়া ভট্ট মাতৃত্ব এর সময়কাল কেমন উপভোগ করছেন তিনি।

মাত্র তিন সপ্তাহের মধ্যে মাতৃত্ব আমাকে অনেকটাই বদলে দিয়েছে।’’ এই প্রসঙ্গেই আলিয়ার কাছে জানতে চাওয়া হয়, আগামী দিনে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে মাতৃত্ব কী ভূমিকা...

ক্রিকেট খেলতে গিয়ে হৃদ্‌‌রোগে মৃত্যু হলো দশম শ্রেণির ছাত্রের।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে।বুধবার কানপুরে বিলহাউর এলাকায় বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল অনুজ। ব্যাটিং করছিল সে। রান নিতে গিয়ে দৌড়নোর সময় আচমকা পড়ে যায় ওই...

Recent Comments