শুধু সংগ্রহশালাতেই নয়, দেশ-বিদেশের নানা প্রান্তে ঘুরতে গেলে রাস্তার মাঝে চোখে পড়ে কিছু অভাবনীয় মূর্তি। পাথর কেটে যে সব মূর্তি গড়েছেন কারিগরেরা। কেউ কেউ মজার ছলে, নিজেদের রসবোধ ফুটিয়ে তোলার জন্য এই মূর্তির সঙ্গে বিভিন্ন পোজে ছবিও তোলেন। নীচে এই ধরনের কয়েকটি ছবি দেওয়া হল।
এমন অনেক ব্যক্তির মূর্তি তৈরি করা হয়, যার হাত পিছনে মোড়ানো অবস্থায় থাকে। সাধারণত, এই মূর্তিগুলির সামনে দাঁড়িয়ে লোকজন ছবি তোলেন। কিন্তু এ ক্ষেত্রে ঘটল উল্টোটাই। মূর্তির পিছন দিকে দাঁড়িয়ে লোকটি। তাঁর হাতে টাকা। এমন ভাবে মূর্তির আঙুলের ফাঁকে ঢুকিয়ে রেখেছেন, দেখে মনে হচ্ছে যেন মূর্তিরূপী ব্যক্তিটিকে ঘুষ দেওয়া হয়।
, এক জন মহিলা কোনও এক বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে হেঁটে যাচ্ছেন। তাঁর পিছনে ছ’টি বাচ্চা। আসলে, ছ’টির মধ্যে পাঁচটিই পাথরের মূর্তি। দু’টি বাচ্চার মূর্তির মধ্যে কিছুটা দূরত্ব থাকায় মাঝের জায়গাটিতে গোলাপি জামা পরা বাচ্চাটি দাঁড়িয়ে ছবি তুলেছে।
পাথরের মূর্তিটি এমন ধাঁচে বানানো হয়েছে,যেখানে লোকটির একটি হাত বুকের সামান্য নীচের দিকে এবং অন্য হাতটি মাথার পিছনে রাখা। এই মূর্তির হাতের ভাঁজে কেউ মজা করে রেজর ব্লেড রেখে দিয়েছেন।
মিউজিয়ামে রাখা একটি সাদা পাথরের মূর্তি। হাত সোজা করে ঘাড় বেঁকিয়ে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন, এই ভঙ্গিতে মূর্তিটি বানানো হয়েছে। মিউজিয়াম ঘুরতে গিয়েই দুই মহিলার চোখে পড়ে মূর্তিটি। তাঁরা মূর্তির ধাঁচ নকল করে এমন ভাবে ছবি তোলেন, যেন এটি নাচের কোনও বিশেষ ভঙ্গিমা।
পথেঘাটে বহু লোককে সাইকেলে যাতায়াত করতে দেখা যায়। ছবিতে দেখা যাচ্ছে, সাইকেলে বসে থাকা ব্যক্তি নিজের খেয়ালে এমন ভাবে হাত ছড়িয়েছেন যে, তা পিছন থেকে আসা ব্যক্তির মুখে যেন আঘ