প্রযুক্তিকে কাজে লাগিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেওয়া চক্রের পাণ্ডাদের গ্রেফতার করে বড়সড় সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ। মেজিয়া থানা এলাকার একটি ঘটনায় জেলা পুলিশের সাইবার বিভাগ এই সাফল্য পেয়েছে বলে জানা গেছে।
বুধবার অতিরিক্ত জেলা পুলিশ সুপার শ্যামল সামন্ত বলেন, মেজিয়া থানা এলাকার বাসিন্দা, একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে তিন লক্ষ ৭০ হাজার টাকা তার অজান্তে ‘গায়েব’ হয়ে যায়।
বিষয়টি তিনি ঐ থানায় অভিযোগ আকারে জানালে আই.টি অ্যাক্টে কেস চালু হয়। ঘটনার তদন্তে জেলা পুলিশের পক্ষ থেকে বিশ্বজিৎ নস্করের নেতৃত্বে একটি দল তৈরী হয়।
জেলা পুলিশের সাফল্য ( বাঁকুড়া )
জেলা পুলিশের সাফল্য ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Mittwoch, 21. Oktober 2020
ঐ তদন্তকারী দলের সদস্যরা ঘটনার তদন্তে নেমে জানতে পারেন, অভিযোগকারী আগে যে সিম কার্ড ব্যবহার করতেন তা কোনভাবে অভিযুক্তদের হাতে পৌঁছায়। সেখান থেকেই প্রযুক্তির সাহায্য নিয়ে মোট আটটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঐ টাকা সরিয়ে নেয়।
এই ঘটনায় বীরভূমের খয়রাশোল থানার আমজোলা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে ঝাড়খণ্ডের জামতোড়া থেকে আরো এক জনকে গ্রেফতার করা হয় বলে তিনি জানান।