সাতসকালেই মাধ্যমিকের এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ঘটনা পাত্রসায়ের থানার বালসি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার লাগারপুকুর গ্রামের ।
এদিন সকালে মাধ্যমিকে পাঠরত এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো নিজের বাড়ি থেকে মৃতার নাম ঋতু মাঝি বয়স ১৫ বছর ৩ মাস পরিবার ও পুলিশ সূত্রে জানতে পারা যায় প্রেম সংক্রান্ত মনোমালিন্যের জের এই এই আত্মঘাতী বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে ।
https://www.facebook.com/230205334351193/videos/201479924805117
প্রতিদিনের মতো এদিন সন্ধ্যায় ঋতু রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমোতে যায় এরপর তার প্রেমিকের সঙ্গে রাতেই ফোনে মনোমালিন্য হয় এবং হঠকারিতার সাথে নিজে নিজেই সুসাইড করে সকালে যখন পরিবারের লোক টিউশন যাবার জন্য তাকে ঘুম থেকে উঠাতে যায় ঠিক তখনই তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রামের লোক জড়ো হয় এবং খবর দেয়া হয় পাত্রসায়র থানায় এরপর পাত্রসায়ের থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় ।
তবে ঠিক কি কারণে ঋতু মাঝি সুইসাইড করল তার পূর্ণ তদন্ত শুরু করেছে পাত্রসায়র থানা পুলিশ ।