মঙ্গলবার সাত সকালে পাণ্ডবেশ্বর খোট্টাডিহী ওসিপি থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত ব্যক্তির নাম নিরঞ্জন পাত্র । বয়স আনুমানিক 32 বছর ।
ঘটনা সূত্রে জানা যায় নভেম্বর মাসের 3 তারিখ থেকে এই ব্যক্তিটি নিখোঁজ ছিলেন । এবিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল।
মঙ্গলবার সকালে খোট্টাডিহী ওসিপি ভেতর কিছু লোক একটি ঝুলন্ত দেহ দেখতে পায় । সঙ্গে সঙ্গে পান্ডবেশ্বর থানার পুলিশকে খবর দিলে পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়।
https://www.facebook.com/230205334351193/videos/364110114660412
নিখোঁজ হওয়া ব্যক্তি ঘরের লোকজন দেহ শনাক্ত করে যে এই মৃতদেহ তাদেরই ঘরের ছেলে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মানসিক অশান্তির জন্য আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি।