হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে বুধবার রাত থেকে রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও বৃষ্টিপাত শুরু হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বুধবার সকাল পর্যন্ত জেলায় ৩৬.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর তার জেরেই এদিন বাঁকুড়ার মুকুটমনিপুর জলাধার থেকে চারটি গেটের মাধ্যমে জল ছাড়া শুরু করলো কংসাবতী সেচ দপ্তর। আর এই ঘটনায় সিঁদুরে মেঘ দেখছেন একাংশের কৃষিজীবি মানুষ। এমনিতেই বৃষ্টির জলে বেশ কিছু ধান জমি জলের তলায় ডুবে আছে। এরপর কংসাবতী সেচ প্রকল্পের জলে সেই ধান জমি আরো ক্ষতি হবে।
জল ছাড়লো কংসাবতী সেচ দপ্তর ( বাঁকুড়া )
জল ছাড়লো কংসাবতী সেচ দপ্তর ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Donnerstag, 20. August 2020
কংসাবতী সেচ দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী জলাধার থেকে দুপুর ১২ টা থেকে চারটি মূল গেট দিয়ে কংসাবতী নদী পথে ৫ হাজার কিউসেক জল ছাড়া হলো। যা মূলতঃ পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের একাংশে সেচের কাজে প্রয়োজন হবে।