একের পর এক জলাশয় বন্ধ করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে নবদ্বীপে ।
নবদ্বীপ শহরে একাধিক জায়গায় আগে দেখা যেত জলাশয় । কিন্তু বর্তমানে বেশ কয়েক বছর ধরে সেই সব জলাশয় গুলি বন্ধ করে দেওয়া হচ্ছে প্রশাসনের নজর এরিয়ে ।
কিন্তু সমস্যার কোনো সুরাহা মিলছে না সাধারণ মানুষের । সাধারণ মানুষ অভিযোগ তুলেছেন পাশে একটি জলাশয় থাকায় এলাকার জল ড্রেনের মাধ্যমে ঐ পুকুরে পরে ফলে একটু রেহায় পাওয়া গেলেও বেশি বৃষ্টি হলেই জলের জন্য ছারতে হয় ঘর বাড়ি । কিন্তু এখন এই জলাশয় যদি বন্ধ হয়ে যায় তবে সামান্য বৃষ্টিতেই উঠে যেতে হবে ঘর বারি ছেরে । স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে ক্ষোভ প্রকাশ করলেন এলাকাবাসী ।স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন জলাশয় বন্ধ না হয় তা তিনি দেখবেন ।
অন্যদিকে স্থানীয় বিজেপি নেতা সিদ্ধার্থ নষ্করের অভিযোগ নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর নিচ থেকে বালি কেটে সেই বালি দিয়ে শাসক দলের মদতে শহরের জলাশয় বন্ধ হচ্ছে ।