Home আজকের খবর অবাধে জলাশয় ভরাটের অভিযোগ

অবাধে জলাশয় ভরাটের অভিযোগ

মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই মালদার ইংরেজবাজার পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের কৃষ্ণপার্ক,নেতাজী কলোনি সহ বিভিন্ন এলাকায় রমরমিয়ে চলছে জলাশয় ভরাট। মালদা শহরে অবস্থিত বিশালাকার চাত্রা বিল। সেই বিলেই মাছ ধরে রুটিরুজি চলে হাজার হাজার স্থানীয় মৎস্য জীবীদের। কিন্তু পৌরসভা এলাকায় ভোররাত্রী থেকে সকাল পর্যন্ত এই বিল ভরাটের কারণে বিশাল সমস্যার মুখে পড়তে চলেছে মৎস্যজীবীরা।

অন্যদিকে জলাশয় ভরাটের কারণে নিকাশি নালা বন্ধ হওয়ায় বৃষ্টির জলে প্রায় ৬-৭ মাস জল বন্দি হয়ে থাকায় চরম অস্বস্তিতে পড়েছিল তিন নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লি, মালঞ্চপল্লী, কৃষ্ণপার্ক, নেতাজী কলোনি, বড়সাকো, গোদরাইল সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। অবৈধভাবে ভরাটের কারণে কিছু কিছু এলাকায় এখনো আটকে রয়েছে দুর্গন্ধ পচা জল।মাসখানেক আগে অবৈধভাবে বিল ভরাট ও দীর্ঘদিন ধরে এলাকার রাস্তায় ও ঘরবাড়িতে জল আটকে থাকার প্রতিবাদে মালঞ্চপল্লী জাতীয় সড়কে দীর্ঘক্ষন ধরে বিক্ষোভোও দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা।পরে সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানোর হস্তক্ষেপে সেদিন পথ অবরোধ উঠেছিল।

সেদিনও বিক্ষোভকারীদের দাবি ছিল কোন মতেই যাতে জলাশয় ভরাট না হয়। কিন্তু তার পরেও দেখা যাচ্ছে আবার নতুন করে শুরু হয়েছে তিন নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলাশয় ভরাট। এলাকাবাসীর অভিযোগ ওয়ার্ডের কো-অর্ডিনেটর তথা প্রাক্তন কাউন্সিলরের মদতেই চলছে এই জলাশয় ভরাট। পৌরসভাকে বারবার জানিও কোন সুরাহা হচ্ছে না। তাই জলাশয় ভরাটের প্রতিবাদে আগামী দিনে আবারো বৃহত্তর আন্দোলনের পথে যেতে পারে এলাকাবাসী, এমনটাই সূত্রে খবর।

https://www.facebook.com/230205334351193/videos/1069955560132401

বিল ভরাটের বিষয় ট্রাক্টর চালক পাঠান শেখকে ধরলে জলাশয় ভরাটের কথা ক্যামেরার সামনে স্বীকারো করেন।
এই ঘটনার বিষয়ে মহকুমা শাসককে ধরলে তিনি বলেন অবৈধভাবে জলাশয় ভরাটের ঘটনার অভিযোগ পেয়েছি প্রশাসনিকভাবে এর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের যেকোনো মুহূর্তে তাদের এরেস্ট করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি তথা প্রাক্তন পৌরপ্রধান নরেন্দ্রনাথ তেওয়ারি মহাশয় জানান, জলাশয় ভরাট করলে নিকাশি নালা বন্ধ হয়ে শহরে জল আটকে এলাকার মানুষ সমস্যায় পড়বে। এটা গুরুতর অন্যায়। শহরে এই ধরনের ঘটনা মানে পৌর প্রশাসক ও এলাকার প্রতিনিধির দায় বর্তায়। বিষয়টি দলের কর্তৃপক্ষকে জানানো হবে।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments