বীরভূমের কেন্দুলিতে অজয় নদে পৌষ সংক্রান্তির মকর স্নান উপলক্ষে জয়দেব মেলায় এবার তেমন ভিড় নেই। আখড়ায় আখড়ায় নেই বাউল আর কীর্তনের সুর।
তবে কিছু আখড়ায় চলে সাধু ও ভক্ত সেবা। ছিল পুলিশি কড়া নিরাপত্তা।
দুপুরের দিকে রাধাবিনোদের মন্দিরে পূণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। করোনা আবহে এমন থমথমে জয়দেব মেলা আগে কেউ দেখেনি।