ফেসবুক, হোয়াটস অ্যাপ, টুইটারে আপনারা রোজই ব্যবহারা করে থাকেন ইমোজি । হাসি, কান্না, ভালোবাসা, অভিমান মনের মানুষকে খুব সহজেই বোঝানো যায় এর দ্বারা । নিজের মনের কথা ভাষায় না লিখে একটা ছোটো ইমোজির মাধ্যমে বুঝিয়ে দিই আমরা ৷ আজ সেই ‘ইমোজি ডে’ । 2014-র 17 জুলাই প্রথম ‘ইমোজি ডে’ পালন করা শুরু হয় ৷ ১৯৯৭ সালে তৈরি হয়েছিল প্রথম ইমোজি । এক জাপানি শিল্পীকে ইমোজির স্রস্টা বলে মনে করা হয় । অনেক ইমোজিই আমরা রোজ ব্যবহার করে থাকি । এরমধ্যে কয়েকটি বেশ উল্লেখ যোগ্য । আসুন দেখেনি সেগুলো কী কী…
স্মাইলিং ফেস উইথ হার্ট আইজ় : ইমোজিদের মধ্যে স্মাইলিং ফেস উইথ হার্ট আইজ় অন্যতম ৷ 2018-তে এটি ইমোজি কি-বোর্ডে যুক্ত হয় ৷
ফেস উইথ টিয়ারস অফ জয় : এই ইমোজিটি হাসতে হাসতে চোখে জল এলে ব্যবহার করা হয় ৷ এটি সবথেকে জনপ্রিয় ইমোজি ৷ টুইটারে এর ব্যবহার সবথেকে বেশি ৷ 2010-এর অক্টোবরে এটি অ্যান্ড্রয়েডের ইমোজি কিবোর্ডে যুক্ত হয়েছে ৷
রেড হার্ট : এই ইমোজি ভালোবাসা প্রকাশ করে ৷ ইন্সটাগ্রামে এটি সবথেকে জনপ্রিয় ইমোজি ৷
টু হার্টস : এই ইমোজিটিও ভালোবাসা প্রকাশ করে । 2015-তে ইউনিকোড ইমোজি 1.0 কি-বোর্ডে যুক্ত করা হয় এটি ।
ফোল্ডেড হ্যান্ডস : ধন্যবাদ বা প্রার্থনা বোঝাতে ব্যবহার করা হয় এই ইমোজি ৷ এই ইমোজিটিও 2015-তে ইউনিকোড ইমোজি 1.0 কি-বোর্ডে যুক্ত করা হয় ৷
ফেস ব্লোয়িং এ কিস : ভালোবাসা বা রোমান্টিকতার প্রকাশ করে এই ইমোজি ৷
থাম্বস আপ : ঠিক আছে বা ওকে বোঝায় এই ইমোজিট ৷ এটিও 2015-তে ইউনিকোড ইমোজি 1.0 কি-বোর্ডে যুক্ত হয় ।
রোলিং অন দা ফ্লোর লাফিং : হাসতে হাসতে মাটিতে গড়িয়ে গেলে এই ইমোজি ব্যবহার করা হয় ৷
পপ ইমোজি : শুভেচ্ছা ও গুড লাক বোঝাতে এই ইমোজি ব্যবহার করা হয় ।