Home world emoji day সবচেয়ে ব্যবহার করেন কোন ইমোজি, দেখে নিন তালিকা...

সবচেয়ে ব্যবহার করেন কোন ইমোজি, দেখে নিন তালিকা…

ফেসবুক, হোয়াটস অ্যাপ, টুইটারে আপনারা রোজই ব্যবহারা করে থাকেন ইমোজি । হাসি, কান্না, ভালোবাসা, অভিমান মনের মানুষকে খুব সহজেই বোঝানো যায় এর দ্বারা । নিজের মনের কথা ভাষায় না লিখে একটা ছোটো ইমোজির মাধ্যমে বুঝিয়ে দিই আমরা ৷ আজ সেই ‘ইমোজি ডে’ । 2014-র 17 জুলাই প্রথম ‘ইমোজি ডে’ পালন করা শুরু হয় ৷ ১৯৯৭ সালে তৈরি হয়েছিল প্রথম ইমোজি । এক জাপানি শিল্পীকে ইমোজির স্রস্টা বলে মনে করা হয় । অনেক ইমোজিই আমরা রোজ ব্যবহার করে থাকি । এরমধ্যে কয়েকটি বেশ উল্লেখ যোগ্য । আসুন দেখেনি সেগুলো কী কী…

 

 

 

স্মাইলিং ফেস উইথ হার্ট আইজ় : ইমোজিদের মধ্যে স্মাইলিং ফেস উইথ হার্ট আইজ় অন্যতম ৷ 2018-তে এটি ইমোজি কি-বোর্ডে যুক্ত হয় ৷

 

 

 

ফেস উইথ টিয়ারস অফ জয় : এই ইমোজিটি হাসতে হাসতে চোখে জল এলে ব্যবহার করা হয় ৷ এটি সবথেকে জনপ্রিয় ইমোজি ৷ টুইটারে এর ব্যবহার সবথেকে বেশি ৷ 2010-এর অক্টোবরে এটি অ্যান্ড্রয়েডের ইমোজি কিবোর্ডে যুক্ত হয়েছে ৷

 

 

 

 

রেড হার্ট : এই ইমোজি ভালোবাসা প্রকাশ করে ৷ ইন্সটাগ্রামে এটি সবথেকে জনপ্রিয় ইমোজি ৷

 

 

 

 

টু হার্টস : এই ইমোজিটিও ভালোবাসা প্রকাশ করে । 2015-তে ইউনিকোড ইমোজি 1.0 কি-বোর্ডে যুক্ত করা হয় এটি ।

 

 

 

 

ফোল্ডেড হ্যান্ডস : ধন্যবাদ বা প্রার্থনা বোঝাতে ব্যবহার করা হয় এই ইমোজি ৷ এই ইমোজিটিও 2015-তে ইউনিকোড ইমোজি 1.0 কি-বোর্ডে যুক্ত করা হয় ৷

 

 

 

 

ফেস ব্লোয়িং এ কিস : ভালোবাসা বা রোমান্টিকতার প্রকাশ করে এই ইমোজি ৷

 

 

 

 

 

থাম্বস আপ : ঠিক আছে বা ওকে বোঝায় এই ইমোজিট ৷ এটিও 2015-তে ইউনিকোড ইমোজি 1.0 কি-বোর্ডে যুক্ত হয় ।

 

 

 

রোলিং অন দা ফ্লোর লাফিং : হাসতে হাসতে মাটিতে গড়িয়ে গেলে এই ইমোজি ব্যবহার করা হয় ৷

 

 

 

 

 

পপ ইমোজি : শুভেচ্ছা ও গুড লাক বোঝাতে এই ইমোজি ব্যবহার করা হয় ।

 

 

 

 

 

Most Popular

আরও এক বন্দে ভারত এক্সপ্রেস আসছে, দারুণ সুবিধা উত্তরবঙ্গবাসীর

শুক্রবার DRM অফিসে রেল বোর্ডের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানালেন উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম দিলীপ...

প্রসেনজিৎ-এর গোপন তথ্য ফাঁস করে এ কী বললেন রচনা।

কেরিয়ারের শুরু হয় ওড়িয়া সিনেমা জগৎ থেকে। আর এতবছর ইন্ডাস্ট্রিতে থাকার দরুন তার জনপ্রিয়তাও কম নয়। আর সম্প্রতি রচনার কিছু গোপন কাহিনী প্রকাশ্যে এসেছে।প্রসেনজিৎ...

নির্বাচনের আগে বড় ধাক্কা খেল বিজেপি, সুমন কাঞ্জিলালের দলত্যাগ করাতে!

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়,'কোন জনপ্রতিনিধি দল ছেড়ে চলে গেলে সাময়িক ক্ষতি হয়, কিন্তু সেই ক্ষতি চিরস্থায়ী হয় না। সংগঠনে কোনও প্রভাব পড়বে...

সেলিম খান , বচ্চনের কেরিয়ার ঘুরিয়ে দিয়েছিলেন, তা সত্বেও দু’জনের সম্পর্কে চিড় ,কেনো?

অমিতাভ বচ্চন সম্পর্কেই এক চমকপ্রদ মন্তব্য করে বসলেন সলমন খানের বাবা সেলিম। জঞ্জির’ ছবির হাত ধরে চিত্রনাট্যকার সেলিম খান এবং জাভেদ আখতার বলিউডে ‘অ্যাংরি...

Recent Comments