বীরভূমের দুবরাজপুর থানার পক্ষ থেকে সাড়ম্বরে পালিত হল কালীপূজা
প্রতি বছরের ন্যায় এবছরও বীরভূম জেলার দুবরাজপুর থানার পক্ষ থেকে সাড়ম্বরে পালিত হল কালীপূজা। এদিন পুরো থানা প্রাঙ্গণ আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
পাশাপাশি করোনা আবহের জন্য মা কালীর মণ্ডপে ঢোকার আগে ব্যারিকেড দিয়ে নো-এন্ট্রি জোন করা হয়েছে। মণ্ডপের আশেপাশে রাজ্য সরকারের বিভিন্ন সচেতনতামূলক বার্তাও দেওয়া হয়েছে।
তাছাড়াও এদিন প্রতিটি দর্শনার্থীকে দুবরাজপুর থানার পক্ষ থেকে হাতে স্যানিটাইজার ও একটি করে মাস্ক তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর থানার আইসি মাধব চন্দ্র মন্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।