এসিএন লাইফ নিউজ, ২৫ অক্টোবর : সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরষ্কার পেলেন কঙ্গনা রানাউত । “মণিকর্নিকা” ও “পঙ্গা” ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে এই পুরষ্কার পান তিনি । আজ কঙ্গনা রানাউতের হাতে পুরষ্কার তুলে দেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ।
দিল্লির বিজ্ঞানভবনে ৬৭তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসের আয়োজন করা হয় । এর আগে ‘ফ্যাশন’, ‘তনু ওয়েডস মনু রিটার্ন’ ও ‘কুইন’ ছবির জন্যও জাতীয় পুরস্কার পেয়েছেন কঙ্গনা ।
অন্যদিকে, দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন রজনীকান্ত । ভারতীয় সিনেমায় বিশাল অবদানের জন্য এই পুরস্কার পান তিনি । গত এপ্রিল মাসেই রজনীকান্তকে দাদাসাহেব ফালকে দেওয়ার খবর প্রথম জানিয়েছিলেন বিজেপির রাজ্যসভার সদস্য প্রকাশ জাভড়েকর । আজ তাঁর হাতে পুরস্কার তুলে দেন উপ রাষ্ট্রপতি ।