মহামারী নোবেল করোনা ভাইরাসের প্রকোপ থেকে এলাকা বাসীকে রক্ষা করার লক্ষ্যে বৃহস্পতিবার গ্রাম জুড়ে জীবাণুমুক্ত করার লক্ষ্যে স্যানিটাইজার করা হলো বিজেপির উদ্যোগে। এদিন মালদহের চাঁচল ১ নং ব্লকের ভেবা,রামদেপুর সহ একাধিক জনবহুল এলাকায় স্যানিটাইজার করা হয়।
মূলত করোনা থেকে সতর্কতা অবলম্বনের জন্য রাস্তাঘাট, দোকানপাট জীবানুমুক্ত করার কাজ চলে এদিন। জেলায় যেভাবে করোনা ভাইরাস থাবা বসিয়েছে তা নিয়ে চিন্তা বাড়ছে। এদিন বিজেপির কর্মীরা এলাকার বিভিন্ন এলাকায় স্প্রে করার কাজ করে বলে জানিয়েছেন বিজেপি নেতা আব্দুল কাইয়ুম।
করোনা মহামারী রুখতে ( মালদা )
Gepostet von ACN Life News am Donnerstag, 3. September 2020
পাশাপাশি এলাকার নয়নপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুর্গতকে একমাসের খাদ্য ও পোশাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই বিজেপি নেতা।