বিধানসভা নির্বাচনের আগে পোলিং পার্সোনালদের করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হলো মালদায়। বুধবার মালদা শহরের বেশ কয়েকটি স্কুল এবং মালদা কলেজে এই ভ্যাকসিন দেওয়ার কাজ করা হয় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে প্রশাসনের পক্ষ থেকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করা হয়েছে ।
নির্বাচনে যারা সরকারি ভাবে কাজ করবেন তাদেরকে এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করা হয়েছে। আগামী তিনদিন ধরে এই ভ্যাকসিন দেওয়ার কাজ চলবে ।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার প্রথম দিনেই প্রায় সাত হাজার পোলিং পার্সোনালদের এই ভ্যাকসিন দেওয়ার কাজ করা হয়েছে। তিন দিনে মোট ২১ হাজার পোলিং পার্সোনালের ভ্যাকসিন দেওয়ার কাজ করা হবে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে।
মালদা শহরের অক্রুরমনি উচ্চ বিদ্যালয় , বারর্লো গার্লস হাইস্কুল , জিলাস্কুল , মালদা কলেজ সহ বেশকিছু শিক্ষা কেন্দ্রে এই ভ্যাকসিন দেওয়ার কাজ করা হয় ।